লন্ডন: প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপে অভিযুক্ত বিজয় মাল্যের প্রত্যর্পণে ব্রিটিশ সরকারের সম্মতি। মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশে সই ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের। তবে ১৪ দিনের মধ্যে প্রত্যর্পণের বিরুদ্ধে আর্জি জানাতে পারবেন মাল্য।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সবদিক খতিয়ে দেখে ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশে সই করেছেন। ভারতে বিজয় মাল্যর বিরুদ্ধে প্রতারণার ষড়যন্ত্র, মিথ্যা তথ্য দেওয়া এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে।’
২০১৭ সালের এপ্রিলে মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় স্কটল্যান্ড ইয়ার্ড। তবে আদালত থেকে জামিন পান এই লিকার ব্যারন। আজ ব্রিটিশ সরকার প্রত্যর্পণে সম্মতি জানানোয় চাপে পড়ে গেলেন তিনি।
বিজয় মাল্যের প্রত্যর্পণে ব্রিটিশ সরকারের সম্মতি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Feb 2019 10:00 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -