লখনউ: অবশেষে গ্রেফতার উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবে। ফেরার বিকাশকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করেছে পুলিশ।


উত্তরপ্রদেশের কানপুরে ৮ পুলিশ কর্মী খুনে মূল অভিযুক্ত বিকাশ ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। আজ উজ্জয়িনীতে এক মন্দিরে পুজো দিতে গিয়েছিল বিকাশ। সেখানেই তাকে ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা। বেগতিক দেখে বিকাশ আত্মসমর্পণ করতে চায়। তখনই তাকে গ্রেফতার করা হয়।


তার খোঁজ পেতে পুলিশের ২০টি টিম গঠন করা হয়েছিল। গত সপ্তাহে ওই ঘটনার পর শুধু উত্তরপ্রদেশ নয়, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে বিকাশের খোঁজে তল্লাসি চালায় পুলিশ বাহিনী। তার সম্পর্কে খোঁজ দিলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।


ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বিকাশের পাঁচ সঙ্গী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। হামিরপুরে উত্তরপ্রদেশ এসটিএফের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের ঘনিষ্ঠ সহযোগী, কুখ্যাত দুষ্কৃতী অমর দুবের। পুলিশ হেফাজতে বিকাশের দলের আরেক পাণ্ডা।





বিকাশের সঙ্গে যোগসাজসের অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই পুলিশ কর্মীও। অভিযোগ, পুলিশ বিকাশকে ধরতে যাওয়ার আগেই থানা থেকে সেই খবর পৌঁছে যায় বিকাশের কাছে।


উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ফোনকলের রেকর্ড খতিয়ে দেখে এক ইন্সপেক্টর-সহ ২৪ জন পুলিশ কর্মীর সঙ্গে বিকাশ দুবের যোগাযোগের তথ্য মিলেছে।


এর আগে বিকাশ দুবের বাড়িতে বারুদের স্তূপের হদিশ পায় পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়, গ্যাংস্টার বিকাশ দুবে তার বাড়িতেই রীতিমতো বাঙ্কার বানিয়ে রেখেছিল। অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক।


উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ৫টি খুনের অভিযোগ-সহ ৭১টি মামলা থাকা সত্ত্বেও জেলার প্রথম দশ অপরাধীর তালিকায় নাম ছিল না বিকাশ দুবের। দু’দশক ধরে বিকাশ ও তার দলবল এলাকায় দাপিয়ে বেড়ালেও, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহসটুকু দেখাতে পারেনি কেউ।


কানপুরে ডিএসপি-সহ ৮ পুলিশ কর্মী খুনের পর সেই বিকাশই এখন হেফাজতে।