গ্বালিয়র: ঠিক যেন সার্কাস! রেলস্টেশনে বিদ্যুতের তারের উপর দাঁড়িয়ে এক যুবক। এই দৃশ্য দেখতে চারপাশে জড়ো হয়ে গিয়েছেন বহু মানুষ। এমনই ঘটনা দেখা গেল মধ্যপ্রদেশের গ্বালিয়রের দাবরা স্টেশনে। ওই যুবক যে বিদ্যুতের তারের উপর দাঁড়িয়ে কসরত করছিলেন, সেই তারে বিদ্যুৎ সংযোগ ছিল না। এই কারণেই তিনি প্রাণে বেঁচে যান। জিআরপি কর্মীরা অন্য সব লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ওই যুবককে তারের উপর থেকে নীচে নামান। তিনি কেন এই কাণ্ড ঘটালেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উত্তর-মধ্য রেলের ঝাঁসি ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘ওই যুবক মানসিকভাবে অসুস্থ বলেই মনে হচ্ছে। তিনি রেললাইনের উপরে থাকা তার ধরে উঠে কসরত করছিলেন। একটি ট্রেনের গার্ড এই ঘটনা দেখতে পেয়ে স্টেশনের কর্মীদের খবর দেন। এরপরেই আমরা তৎপর হই। ওই যুবক যাতে বিদ্যুৎস্পৃষ্ট না হন, সেটা নিশ্চিত করার জন্য এক ঘণ্টা স্টেশনের সব তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। এর ফলে চারটি ট্রেন আটকে পড়ে।’