কলকাতা: ইন্টারনেটে পশুজন্তুদের মজাদার ভিডিও-র অভাব নেই। কোনও কোনও ভিডিও দেখে তো হেসে কুটিপাটি খেতে হয়। কুকুর ঢুকে পড়ায় ক্রিকেট ম্যাচ ব্যাহত হওয়া বা বিড়ালের স্টেডিয়ামে ঢুকে পড়ার মতো ভিডিও এর আগেই সামনে এসেছে। আসলে এই ভিডিওগুলিতে পশুজন্তুরাই ওই মুহূর্তে সবার মনোযোগ কেড়ে নেয়। কিন্তু কেউ কি দেখেছেন যে, ক্যাঙারু ব্যাঘাত ঘটাচ্ছে ফুটবল ম্যাচে!
হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ায়। দুটি ক্যাঙারু মাঠে ঢুকে পড়ায় ব্যাহত হল ফুটবল ম্যাচ। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) এই মজাদার ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে। এই ভিডিও দেখে বেশ মজা উপভোগ করছেন নেটিজেনরা। এই ক্লিপটি রেকর্ড করেছিলেন শারি ক্যাস্টেল্লারি।


ভিডিওতে নিউ সাউথ ওয়েলসে একটি ম্যাচ চলাকালে ফুটবল মাঠে ছোটাছুটি করতে দেখা যায় এক জোড়া ক্যাঙারুকে। ফুটবলাররাই ওই দুটি ক্যাঙারুকে তাড়ানোর চেষ্টা করেন।