নয়াদিল্লি: ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে,'ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল'। অর্থাত্ ঐক্যই বল। শুধু মানুষের ক্ষেত্রে নয়, পশুরাজ্যেও নিয়মটা একই। সেটাই প্রমাণ করল এই ভিডিও। দোর্দণ্ডপ্রতাপ দুই সিংহকে দেখে চম্পট দিয়েছিল কয়েকটি মহিষ। কিন্তু কিছুক্ষণ পর তারা ফিরে এল অনেকে মিলে। আর তখন সিংহ দুটোর কী হাল হল? দেখে চমকে যাবেনই।
সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করেছেন বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ।

 

দেখা যাচ্ছে, এক তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি মহিষ। তাদের দেখেই শিকারের লোভে হাজির হয় দুটি সিংহ। পশুরাজদের দেখে চম্পট দেয় মহিষরা। কিন্তু কিছুক্ষণ পরেই দলবদ্ধ হয়ে ছুটে আসে তারা। একদল মহিষকে শিং উঁচিয়ে তেড়ে আসতে দেখে রীতিমতো ঘাবড়ে যায় সিংহদ্বয়। তারপরই পিছন ফিরে দে-দৌড়। এই ভিডিও শেয়ার করে বন দফতরের ওই আধিকারিক লেখন, ঐক্য মানেই জয়।

পশুসমাজের এই ভিডিও নিশ্চয় উদাহরণ হয়ে থাকবে মানুষের কাছেও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে ভিডিওটি।