কলকাতা: আবারও প্রকাশ্যে কান ধরলেন তৃণমূল কর্মী। ভাইরাল হল ভিডিও। ধুন্ধুমার হুগলির সিঙ্গুরে।

এবার জব কার্ড কেড়ে নিয়ে, একঘরে করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। প্রকাশ্যে কান ধরলেন তিনি। ভাইরাল হল, হুগলির সিঙ্গুরের সেই ছবি।

তৃণমূলের দাবি, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ নিয়ে গত মঙ্গলবার বিজেপি পঞ্চায়েতে স্মারকলিপি দিতে যাচ্ছিল। সেইসময় নসিবপুরে একটি দোকান থেকে ওই তৃণমূলকর্মীকে জোর করে বের করা হয়। মারধর করার পর জোর করে কান ধরিয়ে ওঠবস করানো হয়। এরপর ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে আজ সভা করে তৃণমূল।

অন্যদিকে বিজেপির দাবি, গোটাটাই সাজানো ঘটনা, ওই তৃণমূল নেতা বাসিন্দাদের জব কার্ড কেড়ে নিয়ে একঘরে করে দেওয়ার হুমকি দেন। এর জেরে গ্রামবাসীরা তাঁকে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন, এর সঙ্গে বিজেপির সম্পর্ক নেই।

দিনকয়েক আগে উমপুন-ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল হয় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। অভিযোগ, বাড়ির ক্ষতি হওয়া তো দূরের কথা, যাঁদের দোতলা-তিনতলা বাড়ি, তাঁরাও পেয়েছেন ত্রাণ। ক্ষতিপূরণের তালিকায় থাকা অধিকাংশ মানুষের ঘরেই ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে। নন্দকুমার পঞ্চায়েত এলাকায় এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় মানুষ।  ঘণ্টা তিনেক অবরোধ করে সাধারণ মানুষ। পুলিশের উপস্থিতিতেই তলব করা হয় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটুকে। তিনি সকলের সামনে কান ধরে ক্ষমা চেয়ে নেন বলে দাবি আন্দোলনকারীদের।