লাদাখে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.৫, ক্ষয়ক্ষতির খবর নেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jul 2020 02:56 PM (IST)
এর আগে গত সপ্তাহেও লাদাখে ভূমিকম্প হয়। তখনও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫।
NEXT
PREV
লাদাখ: ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তেজনার মধ্যেই আজ ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কার্গিলের উত্তর-পশ্চিম দিকে ১৯৯ কিমি দূরে আজ দুপুর ১.১১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।’
এর আগে গত সপ্তাহেও লাদাখে ভূমিকম্প হয়। তখনও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কম্পন হয় ভূগর্ভের ২৫ কিমি গভীরে। কম্পনের উৎসস্থল ছিল লাদাখ।
সম্প্রতি দিল্লি-এনসিআর অঞ্চল ও উত্তর-পূর্ব ভারতে প্রায়ই ভূমিকম্প হচ্ছে। এর মধ্যে লাদাখেও পরপর ভূমিকম্প হচ্ছে।
লাদাখ: ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তেজনার মধ্যেই আজ ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কার্গিলের উত্তর-পশ্চিম দিকে ১৯৯ কিমি দূরে আজ দুপুর ১.১১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।’
এর আগে গত সপ্তাহেও লাদাখে ভূমিকম্প হয়। তখনও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কম্পন হয় ভূগর্ভের ২৫ কিমি গভীরে। কম্পনের উৎসস্থল ছিল লাদাখ।
সম্প্রতি দিল্লি-এনসিআর অঞ্চল ও উত্তর-পূর্ব ভারতে প্রায়ই ভূমিকম্প হচ্ছে। এর মধ্যে লাদাখেও পরপর ভূমিকম্প হচ্ছে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -