এবার পরিযায়ী শ্রমিকদের অন্ন সংস্থানের বন্দোবস্ত করতে এগিয়ে এলেন বীরেন্দ্র সহবাগ। অভুক্ত শ্রমিকদের খাওয়াতে নিজেই হেঁশেলে ঢুকে পড়লেন বীরু। নিজে হাতে রান্না করলেন। সহবাগ ও তাঁর ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ‘ঘর সে সেবা’ প্রকল্প। সেই প্রকল্পেই পরিযায়ী শ্রমিকদের খাবার দিচ্ছেন সহবাগ। তাঁর মা কৃষ্ণা, স্ত্রী আরতি এবং দুই পুত্র আর্যবীর ও বেদান্ত-সহ পুরো পরিবার বীরুর পাশে দাঁড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে তাঁর ভক্তদের কাছেও সহবাগ পাশে দাঁড়ানোর আবেদন করেছেন। ইনস্টাগ্রামে বীরু লিখেছেন, ‘এই পরিস্থিতিতে বাড়িতে আরামে রান্না ও প্যাকিং করে অভুক্ত পরিযায়ী শ্রমিকদের মুখে তুলে দেওয়ার মতো সন্তুষ্টি আর কিছুতে নেই। যদি ১০০ মানুষের জন্য রান্না করে খাওয়াতে চান, তাহলে সহবাগ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করুন।’
সহবাগের এই উদ্যোগ সকলের মন জিতে নিয়েছে। অনেকেই তাঁর পাশে থাকার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।