কলকাতা: ৩ ইডিয়টস ছবিতে আমির খানের চরিত্রটি গড়ে উঠেছিল তাঁর ধাঁচে। পেশায় ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও একই সঙ্গে উদ্ভাবক সোনম ওয়াংচুক দেশবাসীকে চিনা জিনিসপত্র বয়কটের আহ্বান জানালেন। ভিডিওয় সোনম বলেছেন, এক সপ্তাহের মধ্যে যাবতীয় চিনা জিনিসপত্র বয়কট করুন, সমস্ত চিনা হার্ডওয়্যার সরিয়ে ফেলুন এক বছরের মধ্যে।

৩ ইডিয়টস-এর বিখ্যাত ফুংসুক ওয়াংডুর চরিত্রটি গড়ে উঠেছিল তাঁর চরিত্রের ভিত্তিতে। ভিডিওয় দেখা যাচ্ছে, সোনম বসে আছেন লাদাখে হিমালয়ের কোলে সিন্ধু নদের পাশে। ব্যাখ্যা করছেন, কীভাবে এই পর্বতের পিছনেই হাজার হাজার ভারতীয় সেনা দেশরক্ষার কাজে নিযুক্ত রয়েছেন। তারপর বলছেন, এক সপ্তাহের মধ্যে যাবতীয় চিনে তৈরি পণ্য ব্যবহার ছেড়ে দিচ্ছেন তিনি, ব্যাখ্যা করছেন কারণ। লাদাখে চিনা আগ্রাসনের তীব্র বিরোধিতা করে তিনি বলেছেন, নিজের ওয়ালেটের শক্তি ব্যবহার করুন। এক সপ্তাহের মধ্যে আনইনস্টল করুন যাবতীয় মেড ইন চায়না সফটওয়্যার। আর এক বছরের মধ্যে চিনা হার্ডওয়্যার ব্যবহারের অভ্যেস থেকে বেরিয়ে আসুন। এতে লাদাখে চিন আগ্রাসন বন্ধ হবে, মুক্তি পাবেন ১.৪ বিলিয়ন চুক্তিবদ্ধ চিনা শ্রমিক এবং ৬ কোটি তিব্বতী বৌদ্ধ ও ১ কোটি উইঘুর মুসলমান। ভিডিওর পাশাপাশি টুইট করেছেন তিনি।


শিক্ষাবিদ ওয়াংচুক বলেছেন, একদিকে আমাদের সেনারা চিনাদের বিরুদ্ধে লড়ছেন, অন্যদিকে আমরা তাদেরই হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করছি, যেমন টিকটক অ্যাপ। আমরা ওদের কোটি কোটি টাকার ব্যবসা দিচ্ছি, যাতে সেই টাকায় ওরা ওদের সৈন্যদের আমাদের বিরুদ্ধে লড়িয়ে দিতে পারে। তিনি প্রশ্ন করছেন, এই পরিস্থিতিতে, ভারত-চিন এই সীমান্ত উত্তেজনার মধ্যে একজন নাগরিক হিসেবে আপনার কর্তব্য কী? বলছেন, তিনি যেখানে বসে আছেন, তার কাছেই যুদ্ধ বিমান ওড়ার আওয়াজ শোনা যাচ্ছে।


সোনম আরও ব্যাখ্যা করেছেন, কীভাবে এই সঙ্কটের দিনে একজন নাগরিক হিসেবে দেশের পাশে দাঁড়ানো যায়। তিনি বলেছেন, উত্তেজনা বাড়ছে.. হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সাধারণত, যখন সীমান্তে উত্তেজনা হয়, আমরা নিশ্চিন্তে ঘুমোই, ভাবি, সেনা সামলে নেবে সব কিছু। কিন্তু আজ আমি বলতে চাই, নাগরিক হিসেবেও আমাদের কিছু কর্তব্য রয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাগরিক হিসেবে।

চিনা জিনিসপত্র বয়কট শুরু করলে শেষ পর্যন্ত ভারতই আত্মনির্ভর হবে, দেশে তৈরি জিনিসপত্র বিকশিত হবে। বলেছেন তিনি।