নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া অর্থ মেটাতে না পারলে নিজেদের দেউলিয়া হিসেবে ঘোষণা করতে পারে ভোডাফোন আইডিয়া সংস্থা। বাণিজ্যমহলে এই আশঙ্কাই তৈরি হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ সংশোধনের আর্জি জানিয়েছে ভোডাফোন আইডিয়া। একইসঙ্গে তারা বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার কথাও জানিয়েছে। কিন্তু কতটা অর্থ মেটাবে, সেটা স্পষ্ট করেনি। ফলে ভবিষ্যতে ভারত থেকে ভোডাফোনের ব্যবসা গুটিয়ে নেওয়ার আশঙ্কা বাড়ছে।


সুপ্রিম কোর্টে ১৭ মার্চ পরবর্তী শুনানি। তার আগে অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ বাবদ ভোডাফোন আইডিয়াকে ৪৪ হাজার কোটি টাকা মিটিয়ে দিতেই হবে। কিন্তু গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়ার মোট সম্পত্তির পরিমাণ ছিল ১২,৫৩০ কোটি টাকা। ফলে এই সংস্থা বকেয়া টাকা কীভাবে মেটাবে, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।