নয়াদিল্লি: করোনা আবহে আমূল পরিবর্তন হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। একটা বিষয় পরিষ্কার যে, এখন 'নিউ নর্মাল'-ই হয়ে উঠেছে স্বাভাবিক জীবনধারণের নতুন সঙ্গী। অফিস-কাছারি থেকে শুরু করে ব্যবসাপত্র এবং উৎসবপালন-- সবকিছুই করতে হবে নতুন নিয়মে।


করোনাকালে থেমে থাকবে না নির্বাচন ও উপ-নির্বাচনের প্রক্রিয়াও। করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণের ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা এনেছে নির্বাচন কমিশনও। সেখানে যেমন প্রার্থীদের ক্ষেত্রে নিয়মের কথা বলা হয়েছে, তেমনই ভোটারদের ক্ষেত্রেও একাধিক নিয়ম ও শর্তাবলির কথা বলা হয়েছে।


এক নজরে দেখে নেওয়া যাক কমিশনের নির্দেশিকায় কী কী বলা হয়েছে--




  • বুথে ঢোকার আগে ভোটারদের দেওয়া হবে গ্লাভস

  • গ্লাভস পরেই বুথের নথিতে সই করবেন ভোটাররা

  • গ্লাভস পরে টিপতে হবে ইভিএমের বোতাম

  • অনলাইনে মনোনয়ন দাখিল করবেন প্রার্থীরা

  • প্রার্থীরা অনলাইনে সিকিওরিটি ডিপোজিট ও হলফনামা জমা করবেন

  • বাড়ি-বাড়ি প্রচারে সর্বোচ্চ থাকতে পারবেন ৫ জন

  • করোনা বিধি মেনে সভা ও মিছিল করা যাবে

  • মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ও ও পিপিই ব্যবহার করতে হবে

  • নিয়ম মেনে সোশ্যাল ডিস্টান্সিং বজায় রাখতে হবে

  • কোয়ারেন্টিনে থাকা আক্রান্তদের পোস্টাল ব্যালট

  • কোয়ারেন্টিনে থাকা সন্দেহভাজনদেরও পোস্টাল ব্যালট