নয়াদিল্লি: ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সারানোর সময় হঠাৎই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আগুন লেগে যায়। দিল্লি থেকে স্যান ফ্রান্সিসকোগামী বোয়িং ৭৭৭ বিমানটিতে তখন কেউ ছিলেন না। এর ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। বিমানবন্দরের দমকলবাহিনী এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।



এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বুধবার রাতে প্রযুক্তিগত পর্যবেক্ষণের সময় ফাঁকা বোয়িং ৭৭৭ বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমানবন্দরের দমকল আধিকারিকরা দেখতে পান, ওই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। এরপরেই আগুন নেভানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়।’