নয়াদিল্লি: জঙ্গলে বন্যপ্রাণীদের জীবনযাপন নিয়ে আগ্রহ কম নয়। পশুজন্তুদের প্রতি এই আগ্রহের টানেই অনেকেই জঙ্গলে ছুটে যান। সোশ্যাল মিডিয়াতেও বন্যপ্রাণীদের নানান ভিডিও সামনে আসে। কিছুদিন আগেই একটি ভিডিও সামনে এসেছিল। সেখানে জল খেতে গিয়ে কুমীরের খপ্পরে পড়েছিল একটি চিতা। চিতার দৌড়ের ক্ষমতা সবারই জানা। কিন্তু সেই চিতাকেই অতর্কিতে আক্রমণ চালিয়ে ঘায়েল করছিল একটি বিশালাকায় কুমীর। আফ্রিকায় এই ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ডআর্থ সাফারির এক গাইডের ক্যামেরায় ধরা পড়েছিল ওই রোমহর্ষক ঘটনা। জল খেতে একটি জলাশয়ে এসেছিল ওই চিতা। চকিতে জল থেকে ঝাঁপ দিয়ে উঠে চিতাকে কামড়ে ধরে জলে টেনে নিয়ে গিয়েছিল কুমীরটি। জলেই শিকারের জন্য ঘাপটি মেরে বসেছিল ওই কুমীর।
এরইমধ্যে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে দুটি বাঘের ভয়ঙ্কর লড়াই। কোনও একটি অভয়ারণ্যের ঘটনা এটি। ভিডিওতে দেখা গিয়েছে, দুটি বাঘ পাশাপাশি হেঁটে চলেছে। একই দিকে। এরইমধ্যে একটি বাঘকে জঙ্গলের দিকে চলে যেতে দেখা যায়। মনে হচ্ছিল, বাঘটি জঙ্গলের ভেতর চলে যাবে। কিন্তু আচমকাই এই বাঘ দিক পরিবর্তন করে ছুটে আসে রাস্তার দিকে। ঝাঁপিয়ে পড়ে অন্য বাঘটির ওপর। দুই ডোরাকাটার এই নাটকীয় লড়াইয়ের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীন কাসওয়ান।
ট্যুইটারে লিখেছেন, ক্ল্যাস অফ টাইটানস। শুধুমাত্র ভারতের। দেখার মতো জিনিস। হোয়াটস্যাপ মারফৎ পেয়েছি।


ভিডিওতে দেখা গিয়েছে, দুটি বাঘ একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ভয়ঙ্করভাবে একে অপরকে আক্রমণ করছে।

এই ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, ওই অভয়ারণ্য দিয়ে যাওয়ার সময় পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে এই লড়াই। দুই বাঘের এই লড়াই প্রকৃত অর্থেই রোমহর্ষক। দুটি বাঘের একে অপরের সঙ্গে তীব্র লড়াইয়ের পাশাপাশি জোর গর্জনও শোনা যায়।

এ ধরনের ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নেয় এবং সেগুলি ভাইরাল হয়ে যায়।