এই ঘটনা গুজরাতের মাহিসাগর জেলার। বিজেপি যুব মোর্চা নেতা কবন পটেল গতকাল প্রকাশ্য রাস্তায় অনেক লোককে নিয়ে জন্মদিনের উৎসব পালন করেন। তাঁকে ঘিরে থাকা যুবকরা বিয়ারবৃষ্টি করেন। এরপর তরোয়াল দিয়ে কেক কাটেন এই নেতা। কারও মুখেই মাস্ক ছিল না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। এফআইআর দায়ের করা হয়েছে। আইন অমান্য করার দায়ে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। সারা দেশে করোনা সংক্রমণের নিরিখে উপরের দিকেই আছে গুজরাত। শেষ খবর পাওয়া পর্যন্ত এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০,০৬৯। মৃত্যু হয়েছে ২,০২২ জনের। সংক্রমণ রোখার জন্য নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষকে যে কোনওরকম জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শাসক দলের এক নেতাই এই নির্দেশ অমান্য করলেন। দেখুন ভিডিও, করোনা সংক্রমণের মধ্যেই জন্মদিনে অনুগামীদের নিয়ে বিয়ার পার্টিতে মাতলেন গুজরাতের বিজেপি নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2020 09:05 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। এফআইআর দায়ের করা হয়েছে।
আমদাবাদ: গুজরাতে মদ নিষিদ্ধ। তার উপর এখন করোনা ভাইরাস সংক্রমণের জেরে জমায়েত নিষিদ্ধ। কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য। রাজনৈতিক নেতারা তো আইনের উর্ধ্বে! সেই কারণেই বোধহয় জন্মদিনে অনুগামীদের নিয়ে বিয়ার পার্টিতে মেতে উঠলেন গুজরাতের এক বিজেপি নেতা।