কলকাতা : চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ চলছে আজ। ইতিমধ্যে বেলা ১ টা ৪২ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে সূর্যগ্রহণ। তবে গ্রহণের মূল সময় ছিল বিকেল ৪ টে ১৬ মিনিটে তা হাজির হবে। ভারতের সব জায়গা থেকে অবশ্য খালি চোখে সূর্যগ্রহণ দেখা যায়নি। লাদাখ ও অরুণাচল প্রদেশ থেকে তা গিয়েছে। গ্রহণ চলেছে সন্ধে ৬ টা ৪৫ মিনিট পর্যন্ত। খালিচোখে দেখার সুযোগ না পেলেও নেটবিশ্বের যুগে হাজার একাধিক মুশকিল আসান। নাসা সহ একাধিক সংস্থা মহাকাশষ গবেষণার কাজে যুক্ত সংস্থার পক্ষ থেকে সরাসরি সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থা হয়েছে।
রইল সূর্যগ্রহণ দেখার জন্য নাসার দেওয়া লিংক-
এমনিতেই NASA যে ম্যাপ প্রকাশ করেছে সেই অনুযায়ী, উত্তর গোলার্ধে যাঁরা রয়েছেন, তাঁরা সূর্যগ্রহণ দেখতে পান। লাদাখ ও অরুণাচলপ্রদেশের মানুষ সাক্ষী হয়েছেন সূর্যগ্রহণের। জানা গিয়েছিল, সীমান্ত এলাকা ও হিমালয় ভূখণ্ড থেকে গ্রহণ দেখা যাবে। তাছাড়া আর কেউ এই 'রিং অফ ফায়ার' বা আগুনের বলয় দেখতে পাওয়া যায়নি।
পৃথিবী ও চাঁদের সঙ্গে সূর্য যখন সমান্তরাল অক্ষরেখায় এসে পড়ে তখনই দেখা যায় গ্রহণের মহাজাগতিক দৃশ্য। যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই লাইনে আসে এবং সূর্য ও পৃথিবীর মধ্যে দিয়ে চাঁদ অতিক্রম করে এবং সূর্য আংশিকভাবে আড়াল হয়ে পড়ে(সম্পূর্ণভাবে নয়। কারণ চাঁদ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে), তখনই এই মহাজাগতিক ঘটনা ঘটে।
এদিকে, এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা ডি পি দুয়ারি বলেন, চাঁদের সূর্যকে ঢেকে রাখার এই দৃশ্য ক্ষুদ্র ভগ্নাংশ সময়ের জন্য। অবস্থান অনুযায়ী খুব জোর ৩ থেকে ৪ মিনিট মতো থাকে।
যদিও এই অল্প সময়ের জন্য হলেও বছরের প্রথম সূর্যগ্রহণ দেখার জন্য ভারত তথা বিশ্বের বাসিন্দারা মুখিয়ে রয়েছেন। এই অবস্থাতেই খালি চোখে বাধা টপকে প্রযুক্তি সাহায্যে সরাসরি সূর্যগ্রহণ দেখার ব্যবস্থাও হাজির।