কলকাতা: পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর হার কমেছে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যে করোনায় মৃত্যুহার কমে হয়েছে ২ শতাংশ।’
বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, ‘করোনা সঙ্কটের মধ্যেও কেউ কেউ রাজনৈতিক সংঘাতে যাচ্ছেন। তাঁদের সামলাতে গিয়ে পুলিশকর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন। মহামারী আইনে রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ করা হয়েছে।’ মমতা ঘোষণা করেন, ‘পুলিশে সংক্রমণ ঠেকাতে নতুন ব্যারাক তৈরি করা হবে। দূরত্ববিধি মেনেই নতুন ব্যারাক তৈরি হবে।’
মমতা আরও বলেন, ‘এত বড় রাজ্যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যা অনভিপ্রেত। তার জন্য পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে, যা অনুচিত। যাঁরা প্রশ্ন তুলছেন তাঁরা গুজরাট, উত্তরপ্রদেশের দিকে তাকান।’ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘১ সেপ্টেম্বর থেকে পুলিশের জন্য ওয়েলফেয়ার বোর্ড। ইতিমধ্যেই করোনা-যুদ্ধে ১৮ জন পুলিশকর্মী প্রাণ দিয়েছেন। তাঁদের স্মরণ করে প্রতি বছর ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালিত হবে। পাশাপাশি পুলিশে মহিলাদের পদোন্নতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় কর্ড ব্লাড ব্যাঙ্ক তৈরি নিয়ে ভাবনা চিন্তা। কর্ড ব্লাড ব্যাঙ্ক নিয়ে গবেষণা করে দেখতে হবে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজ্যে কোমর্বিডিটিতে মৃত্যু ৮৯ শতাংশ করোনা রোগীর।’ রাজ্যবাসীর প্রতি মমতার আবেদন, ‘জ্বর-শ্বাসকষ্ট হলেই চিকিৎসকের কাছে যান।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাজ্যে করোনায় মৃত্যুহার কমে হয়েছে ২ শতাংশ, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 05:13 PM (IST)
বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, ‘করোনা সঙ্কটের মধ্যেও কেউ কেউ রাজনৈতিক সংঘাতে যাচ্ছেন। তাঁদের সামলাতে গিয়ে পুলিশকর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন।'
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -