কলকাতা: এক নরেনের জন্মজয়ন্তীর দিনে আরেক নরেন-কে নিয়ে বিতর্ক। আজ নিজেদের ট্যুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপি। তাতে ক্যাপশন ‘ঘরের ছেলে নরেন’। এই নিয়ে পাল্টা কটাক্ষ করে ট্যুইটারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার লেখেন, আমাদের ঘরের ছেলে নরেন্দ্রনাথ দত্ত। যাঁকে বিশ্ব চেনে স্বামী বিবেকানন্দ নামে। কিন্তু ফরেন থেকে এল এ কোন নরেন!




ট্যুইটার পোস্টে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রশ্ন, ঘরের ছেলে বলছেন! তাহলে এই নরেন কোথায় ছিলেন এতদিন? ৮ মাস হয়ে গেল, তাঁর দেখা নেই বাংলায়।



ঘরের ছেলে আমফানের ত্রাণ আর জিএসটির বকেয়া আটকে রাখেন কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।



উল্লেখ্য, আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিপক্ষগুলির মধ্যে লড়াই জমে উঠেছে। বিজেপি দলের কেন্দ্রীয় নেতাদের রাজ্যের বিভিন্ন বিধানসভা আসনের দায়িত্ব অর্পণ করেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে বহিরাগত ইস্যুতে সরব হয়েছে। তৃণমূলের দাবি, রাজ্যে বিজেপির কোনও মুখ নেই। তাই বাইরের নেতাদের ওপর ভরসা করতে হচ্ছে। পাস্টা বিজেপি এই ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছে। তাদের অভিযোগ, তৃণমূল বিভাজনের রাজনীতি করছে।

রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির মেগা রোড শো-তে যোগ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে,বিজেপি জিতলে কোনও ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবেন।

এরইমধ্যে এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দুই পক্ষের তীব্র টানাপোড়েন চলে।  দিনভর। আজ সকাল থেকে স্বামী বিবেকানন্দর সিমলা স্ট্রিটের বাড়িতে দেখা যায় তৃণমূল ও বিজেপি নেতাদের ভিড়। যুব দিবস উপলক্ষ্যে শহরে মিছিল করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।বঙ্গ রাজনীতির ময়দানে উঠে এল গুজরাতের নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের প্রসঙ্গ। যে ট্রাম্প ভারতে এসে বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করেছিলেন, তখন পাশে বসে মোদি তাঁর ভুল ধরিয়ে দেননি! কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাবে বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া বলেছেন, পেঁচি আর ভূত তাড়ানোর জন্য গ্রামের পুরোহিতরা জয় শ্রী রাম বলেন, তাই এই পেঁচি, প্যাঁচা-কে তাড়াবার জন্য জয় শ্রী রাম দরকার।

গুজরাতে ৩ হাজার কোটি টাকা খরচ করে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তি বসলে এ রাজ্যে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ৩ হাজার কোটি টাকা খরচে মূর্তি বসবে না কেন, সেই প্রশ্ন তোলেন অভিষেক।  এর পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

এরইমধ্যে বঙ্গ বিজেপির ট্যুইট ঘিরে নিশানা সাধল তৃণমূল।