নয়াদিল্লি: আকারে সুপরিচিত লন্ডন আইয়ের চেয়ে বেশি। এমনই একটি গ্রহাণু আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নাসা এই 'ঝুঁকিপূর্ণ গ্রহাণু' সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
বার্মিংহাম লাইভে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লন্ডন আইয়ের তুলনায় দেড় গুণ বড় এই গ্রহাণু। তা পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে।
মহাকাশের এই পাথুরে গ্রহাণুর নামকরণ মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা করেছেন '২০২০ এনডি' এবং তা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে। আগামী ২৪ জুলাই ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ ( ১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব। ঘন্টায় ৪৮ হাজার কিমি গতিতে (সেকেন্ডে ১৩.৫ কিলোমিটার) ধেয়ে আসছে এবং তা চলে আসবে পৃথিবীর থেকে ৫,০৮৬,৩২৭ দূরত্বের মধ্যে চলে আসবে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এই দূরত্ব নেহাতই নগন্য।
নাসা-কে উদ্ধৃত করে বার্মিহাম লাইভ জানিয়েছে যে, পৃথিবীর সন্নিকেটে চলে আসার মতো সম্ভাবনার মতো মাপকাঠির ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণু (পিএইচএ)-র সংজ্ঞা নির্ধারন করা হয়। বিশেষত যে গ্রহাণুগুলির মিনিমাম অরবিট ইন্টারসেকশন ডিসট্যান্স (এমওআইডি) ০.০৫ এইউ বা তা কম, সেগুলিকে পিএইচএ বলে বিবেচনা করা হয়।
ঘণ্টায় ৪৮ হাজার কিমি গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2020 01:41 PM (IST)
আকারে সুপরিচিত লন্ডন আইয়ের চেয়ে বেশি। এমনই একটি গ্রহাণু আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নাসা এই 'ঝুঁকিপূর্ণ গ্রহাণু' সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -