নয়াদিল্লি:তাদের উপগ্রহ-চিত্রে ধরা পড়েছে চন্দ্রপৃষ্ঠে বিক্রমের ধ্বংসাবশেষ, গতকাল এমনই দাবি করে নাসা। এর প্রতিক্রিয়ায় ইসরো চিফ কে শিবন জানালেন, তাদের অরবিটার নাসার আগেই বিক্রমের সন্ধান পেয়েছিল। ইসরোর ওয়েবসাইটেও তার উল্লেখ আছে।
“আমরা আগেই ওয়েবসাইটে এর উল্লেখ করেছি, আপনারা খুঁজে দেখতে পারেন।”, বলেন শিবন।


মঙ্গলবার নাসা এক ট্যুইটে জানায়, তাদের উপগ্রহ চিত্রে চাঁদের পিঠে যে সবুজ বিন্দু দেখা যাচ্ছে, সেগুলোই বিক্রমের ধ্বংসাবশেষ। নীল বিন্দুগুলো ধসে যাওয়া মাটি। দেখুন নাসার টুইট।



এই খুঁজে পাওয়ার কৃতিত্ব যদিও এক ভারতীয়কেই দেয় নাসা। কম্পিউটার প্রোগ্রামার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে শন্মুগা সুব্রহ্মণ্যমকে এই কৃতিত্ব দিয়ে তারা বিক্রমের ধ্বংসাবশেষের নাম রেখেছে 'S'। নাসা জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর তাদের ক্যামেরা যে ছবি পাঠায়, ল্যান্ডারকে খোঁজার জন্য তা অনেকে ডাউনলোড করেন। সুব্রহ্মণ্যমই তাদের সঙ্গে যোগাযোগ করে জানান, ছবির মধ্যে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।