নয়াদিল্লি: রাজধানীর যন্তর মন্তরে কৃষক সমাবেশে কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির প্রশ্ন, মোদী সরকার ১৫ জন বড় শিল্পপতির সাড়ে তিন লক্ষ কোটি টাকা ঋণ মকুব করতে পারলে দেশের কোটি কোটি কৃষকের ঋণ কেন ছাড় দিতে পারে না। চাষিদের কৃষিঋণ মকুবের দাবি সমর্থন করে তিনি বলেন, কৃষকরা সরকারের কাছে মুফতে কোনও উপহার চাইছেন না, নিজেদের প্রাপ্য দাবি করছেন।
দেশের বিরোধী শিবিরের নেতারা কৃষকদের দাবির পাশে দাঁড়িয়েছেন। রাহুল বলেন, সব বিরোধী দল কৃষকদের সঙ্গে এককাট্টা হয়েছে যাতে তাদের জীবনে সুদিন আসে। কেউ দেশের চাষি, যুবকদের কণ্ঠস্বর দাবিয়ে রাখতে পারবে না বলে জানিয়ে রাহুল বলেন, সরকার ওঁদের অপমান করলে ওঁরাও তার পতন সুনিশ্চিত করবেন।
মোদী সরকার ১৫ বড় শিল্পপতির সাড়ে তিন লক্ষ কোটি টাকা ঋণ মকুব করতে পারলে দেশের কোটি কোটি চাষির ঋণ কেন ছাড় দিতে পারে না? যন্তর মন্তরে কৃষক সমাবেশে রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
30 Nov 2018 04:36 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -