নয়াদিল্লি: কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি বলেছেন, ‘আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা বিরোধীরা সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতেই পারি এবং তুলব। কিন্তু অন্য কোনও দেশ আমাদের সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারে না। আমরা সরকারের সমালোচনা করতেই পারি, কিন্তু দেশের বাইরে আমরা সবাই এক। পাকিস্তানকে এক ইঞ্চিও ছাড়ব না।’



পাকিস্তানকে তোপ দেগে তারুর আরও বলেছেন, ‘গিলগিট-বালতিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের চরিত্র বদলে দিয়েছে পাকিস্তান। কে ওদের আমাদের দিকে আঙুল তোলার অধিকার দিয়েছে? ভারত ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই বিষয়টিকে আন্তর্জাতিক করে তোলার লক্ষ্যে বিশ্বের শক্তিধর দেশগুলির দরজায় কড়া নেড়ে চলেছে পাকিস্তান। কিন্তু এখনও পর্যন্ত চিন ছাড়া অন্য কোনও দেশ পাকিস্তানের কথা শোনেনি। বিনিয়োগ ও ভৌগলিক-রাজনৈতিক স্বার্থে পাকিস্তানের পাশে আছে চিন।’



কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করে তারুর বলেছেন, ‘একদিকে আমরা বলছি কাশ্মীর নিজেদের অংশ আর অন্যদিকে কাশ্মীরিদের সমস্যায় ফেলে দিচ্ছি। তাঁরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে পারছেন না, আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বাচ্চারা স্কুলে যাচ্ছে না। এই কঠোর বিধিনিষেধ অগণতান্ত্রিক।’