নয়াদিল্লি: সারা দেশে এবার মোটের উপর বৃষ্টিপাত হবে স্বাভাবিক।কিন্তু উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে কিছুটা কম। কিছুটা কম বৃষ্টি হবে অসম, বিহার, ঝাড়খণ্ড ও বাংলার কিছু জেলায়। এমনই পূর্বাভাস মৌসম ভবনের।
কৃষি নির্ভর ভারতে মৌসুমী বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী চার মাস বর্ষাকালে বৃষ্টিপাত দেশের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অর্থনীতিতেও প্রভাব ফেলেছে, সেক্ষেত্রে দেশে মৌসুমী বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাথমিকভাবে মৌসম ভবন ইঙ্গিত দিয়েছিল যে, দক্ষিণের রাজ্য করলে বর্ষা ঢুকে যাবে ৩১ মে। পরে ওই পূর্বাভাস সংশোধন করে বলা হয়, ৩ জুন থেকে কেরলে বর্ষা শুরু হতে পারে। উল্লেখ্য, কেরলেই দেশে প্রথম বর্ষা শুরু হয়।
এদিন আইএমডি ২০২১-র বর্ষাকালের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস জারি করেছে। এ ব্যাপারে প্রথম যে দীর্ঘ মেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছিল, এদিনের পূর্বাভাসে তার কিছুটা সংশোধন ঘটানো হয়েছে। গত ১৬ এপ্রিল প্রথম দীর্ঘ মেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছিল।
প্রথম পূর্বাভাসে বলা হয়েছিল, এবার মরশুমি বৃষ্টিপাত দীর্ঘ মেয়াদি গড় (এলপিএ)-র ৯৮ শতাংশ হতে পারে। সংশোধিত পূর্বাভাসে বলা হয়েছে, এবার বৃষ্টিপাত এলপিএ-র ১০১ শতাংশ হতে পারে। এক্ষেত্রে ৪ শতাংশ হেরফের হতে পারে।
এলপিএ হল ১৯৬১ থেকে ২০১০ বর্যাকালে বৃষ্টির গড়। ওই গড় ৮৮ সেমি (৮৮০.৬ মিলিমিটার)। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, এবার সারা দেশে গড় বৃষ্টিপাতের ১০১ শতাংশ হতে পারে। সামগ্রিকভাবে জুন থেকে সেপ্টেম্বরে এই পরিমাণ বৃষ্টিপাত স্বাভাবিক।
পূর্বাভাসে দেশজুড়ে সর্বত্র প্রায় স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে দেশের পূর্ব ও উত্তর-পূ্র্বে কিছুটা কম বৃষ্টি হবে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক (৯২-১০৮ শতাংশ) বৃষ্টি হবে। দক্ষিণ উপদ্বীপ অঞ্চলেও ৯৩-১০৭ শতাংশ অর্থাৎ স্বাভাবিক বৃষ্টি হবে। পূর্ব ও উত্তর-পূর্বে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টি হবে। মধ্য ভারতে স্বাভাবিকের তুলনায় বেশি ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে।