সঞ্চয়ন মিত্র, কলকাতা : নিম্নচাপের ভ্রুকুটি কাটার পর আজ থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। আগামীকাল থেকে নামবে তাপমাত্রার পারদ (Temperature)।  পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সেইসঙ্গে আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে কলকাতা (Kolkata)সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামতে পারে। ফলে শীতের হাতছানি।   
 গত কয়েকদিন বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকায় অল্প শীতের (Winter)আমেজ দিনের বেলায় টের পাওয়া গেছে। রাতে অবশ্য সেই শীত শীত ভাব ছিল না।  
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও কোনও কোনও জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।     


আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে রাজ্যে ফিরবে শীতের আমেজ। ঘূর্ণিঝড় জওয়াদ নিম্নচাপে পরিণত হওয়ায়, তিনদিন ধরে বৃষ্টি চলছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার সকালেও কোথাও ভারী তো, কোথাও হালকা বৃষ্টি হয়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা অবধি, ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হল এবার।

আরও পড়ুন :


আবহাওয়ার উন্নতি, পর্যটকদের ভিড়, দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে দিঘা সি বিচ


ঘূর্ণিঝড় জওয়াদের সরাসরি প্রভাব না পড়লেও, নিম্নচাপের জেরে দুর্ভোগের ছবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার নদীবাঁধ ভেঙে জল ঢোকে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে। এবার সমুদ্রবাঁধ ভেঙে ভাসল সাগরের বঙ্কিমনগর। ঘোড়ামারা দ্বীপেও ঢুকেছে সমুদ্রের জল। জলযন্ত্রণার ছবি হাওড়া পুর এলাকাতেও। টিকিয়াপাড়া থেকে দাশনগর, লিলুয়া বা সালকিয়া। বড় রাস্তা থেকে অল-গলি সর্বত্র জমেছে জল। তবে আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। মঙ্গলবার ঝকঝকে আবহাওয়ার প্রত্যাশায় জেলাগুলিও। 


আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, উত্তর ২৪ পরগনা, নদিয়া ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মঙ্গলবার থেকেই হবে আবহাওয়ার উন্নতি। এবার কি তাহলে জাঁকিয়ে পড়বে শীত? সেই আশাতেই তিলোত্তমা।