WB Corona LIVE: মদের দোকানে উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের
Get Latest West Bengal Coronavirus Live Updates: রোজই রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্য়া
রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯,২১১ জন। সুস্থতার হার ৮৬. ৯৮ শতাংশ।
কাল থেকে বন্ধ মদের দোকানও। দূরত্ব বিধির তোয়াক্কা না করে মদের দোকানে উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের। দুর্গাপুর, বারুইপুর, নিউটাউন ও হাওড়াতে ধরা পড়ল একই ছবি।
আগামীকাল থেকে তারাপীঠ মন্দির সম্পূর্ণ বন্ধ।৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠ মন্দির ।তারাপীঠ মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত।যদিও তারাপীঠ মন্দিরে নিত্য পুজো হবে।
একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ১৪৪ জন। করোনা সংক্রমিত হয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু।রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯,৫১১ জন।রাজ্যে একদিনে সুস্থ ১৯২১১ জন, সুস্থতার হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ।উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪২৭৯ জন, মৃত ৩৫ জন।কলকাতায় একদিনে আক্রান্ত ৩৯৫১ জন, মৃত ৩০ জন।
দেশে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কোচবিহার পুলিশ হাসপাতালে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরে যান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি নির্দেশ মেনে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৮৪ দিন অর্থাৎ ১২ সপ্তাহ পর।
কাল থেকে ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন। মদের দোকানে দূরত্ববিধিকে থোড়াই করে লম্বা লাইন।
করোনা বিধিনিষেধ নিয়ে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় পুলিশ মাইকে করে প্রচার করছেন।
রাজ্যের বিধি নিষেধে কড়াকড়ির সিদ্ধান্তকে স্বাগত জানাল চিকিৎসকমহল। তাঁরা বলেছেন, এটা খুবই দরকারি ছিল। স্বাস্থ্য পরিকাঠামোয় চাপ কমাতে ও সংক্রমণের শৃঙ্খলভাঙতে এই বিধিনিষেধ অত্যন্ত প্রয়োজন ছিল।
কাল থেকে শ্যুটিং বন্ধ টালিগঞ্জ স্টুডিওপাড়ায়। কাল থেকে রাজ্যে ১৫ দিনের জন্য কার্যত লকডাউন।কাল থেকেই টালিগঞ্জে শ্যুটিং বন্ধ।
করোনা আক্রান্ত জীবিত রোগীকে ডেথ সার্টিফিকেট !নদিয়ার ধানতলা থানার হিজুলির ঘটনারানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় যুবককে।করোনা পজিটিভ হওয়ায় স্থানান্তরিত করা হয় কল্যাণী কোভিড হাসপাতালে।১৪ মে পরিবারকে মৃত্যু সংবাদ জানানো হয় হাসপাতালের তরফে।দেহ সনাক্তকরণ করতে গিয়ে খোঁজ মেলে যুবকের।হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ রোগীর পরিবারের।‘বিষয়টি নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে,‘তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’,জানালেন কল্যাণীর মহকুমা শাসক।
কয়েকটি রাজ্যে সংক্রমণের গ্রাফ খানিকটা নিয়ন্ত্রণে এলেও পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ছে। উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
করোনার শৃঙ্খল ভাঙতে বিধিনিষেধ জরুরি। এছাড়া অন্য কোনও উপায় নেই। বললেন সৌগত রায়।
করোনা মোকাবিলায় কড়া বিধি পালের উপর জোর দিচ্ছে রাজ্য। একাধিক বিধি জারি করা হয়েছে। আর সেই বিধি পালনে প্রচার শুরু গড়িয়াহাট, হাতিবাগানে।
পাঁশকুড়ার কোভিড হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে ভাঙচুরের অভিযোগ। মাথা ফাটল হাসপাতালের সুপারের। ভাঙচুরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।
বাজার দোকান খোলা রাখার ক্ষেত্রে আরও কড়াকড়ি রাজ্যে। মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।
পরিবহনের ক্ষেত্রেও বিধি আরোপ করা হয়েছে। করোনা মোকাবিলায় লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি, অটো চলাচল।
করোনা মোকাবিলায় আরও কড়া বিধি ঘোষণা রাজ্যে। আগামী দু-সপ্তাহর জন্য জারি থাকবে রাজ্যে এই বিধি।
করোনা মোকাবিলায় এবার এটিএমের আদলে শ্রীরামপুরে বসল মাস্ক কিয়স্ক। উদ্যোক্তা শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি। বিনামূল্যে এই কিয়স্ক থেকে মাস্ক বিলি করা হচ্ছে। পাশে রাখা হয়েছে স্যানিটাইজার ও সাবান। হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। সাধারণ মানুষকে করোনা মোকাবিলায় মাস্ক পরা নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ, দাবি ব্যবসায়ী সমিতির। এটিএমের আদলে মাস্ক কিয়স্ক তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
করোনায় ভাইকে হারালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায় প্রায় একমাস ধরে ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়। শোকস্তব্ধ গোটা পরিবার। কোভিড প্রোটোকল মেনে নিমতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রীর ভাইয়ের শেষকৃত্য হবে।
এসএসকেএমে ভ্যাকসিন-বিভ্রান্তি। সরকারি হাসপাতালে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ১২ সপ্তাহ পর দেওয়া হবে, এই মর্মে আজ এসএসকেএমে নোটিস টাঙানো হয়। কিন্তু অনেকেই বিষয়টি না জেনে হাসপাতালে চলে আসেন। এরপর এসএসকেএম কর্তৃপক্ষের তরফে মাইকে ঘোষণা করে ১২ সপ্তাহ পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানানো হয়।
করোনা আবহে বাড়ছে অ্যাম্বুল্যান্সের চাহিদা। এবার সেই সঙ্কট মেটাতে এগিয়ে এলেন খড়গপুরের এক টোটো চালক। সহযোগিতার হাত বাড়াল স্থানীয় ক্লাবও। খড়গপুরের গুরুদোয়ারা এলাকার বাসিন্দা টি গিরি পেশায় টোটো চালক। অ্যাম্বুল্যান্স-সঙ্কট ঘোচাতে বছর আটত্রিশের ওই টোটো চালক এগিয়ে এসেছেন। তাঁর টোটোতে করেই করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। আর্থিকভাবে দুর্বল রোগীদের বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন ওই টোটো চালক। স্থানীয় ক্লাবের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে পিপিই কিট, মাস্ক ও স্যানিটাইজার। টোটোকে অ্যাম্বুল্যান্স বানিয়ে করোনা আবহে জরুরি পরিষেবা দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খড়গপুর মহকুমা হাসপাতালে সুপার।
হায়দরাবাদ থেকে আজ রাজ্যে এল ৭৫ হাজার কোভ্যাক্সিন। সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিমান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বিমানবন্দর থেকে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সেখান থেকেই শুরু হবে বণ্টন।
চিকিত্সায় গাফিলতিতে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় জোকা ইএসআই হাসপাতাল। পরিবার সূত্রে খবর, করোনা আক্রান্ত ঠাকুরপুকুরের বাসিন্দা ৬৬ বছরের রাজিয়া হোসেনকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, প্রথম দু’ দিন রোগিণীর সঙ্গে ফোনে কথাও হয়। কিন্তু দু’ দিন তিনি ফোন ধরছিলেন না। এরপর গতকাল হাসপাতালের তরফে পরিজনেদের জানানো হয় অক্সিজেনের অভাবে ওই রোগিণীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, রোগিণীর মাথায় ক্ষত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই রোগিণীর। ঠাকুরপুকুর থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে নার্সিংহোমে স্থানান্তর। সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মৃত্যু হল রোগীর। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। পরে বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গাফিলতির অভিযোগ অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই ওই রোগীর মৃত্যু হয়।
করোনাকালে ফের অ্যাম্বুল্যান্স চালকের দাদাগিরি। এর আগেও অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এবার হুগলির কোন্নগরে মাত্র ৬ ঘণ্টার জন্য ৩৩ হাজার টাকা ভাড়া নেওয়ার অভিযোগ উঠল। ভাড়া মেটাতে গয়না বন্ধক দিতে হয়েছে বলে দাবি করেছেন কোন্নগরের এক বধূ। তাঁর স্বামী অসুস্থ। স্বামীকে নিয়ে কলকাতার একাধিক হাসপাতালে ঘুরলেও বেড মেলেনি বলে অভিযোগ।
বেলাগাম করোনা সংক্রমণেও আশার আলো, একদিনে রাজ্যে সুস্থ ১৯ হাজার ১৩১ জন
প্রেক্ষাপট
রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। রোজই রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্য়া। সংক্রমিতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে অনেক আগেই। সরকারি বুলেটিন অনুযায়ী, রাজ্যে শেষ ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে দশ লক্ষেরও বেশি মানুষ। সরকারি হিসেবে সংখ্য়াটা ১০,৭৩,৯৫৬ জন।
পাশাপাশি পরিসংখ্যান বলছে রাজ্যে টানা ১১ দিন করোনায় শতাধিক মানুষেক মৃত্যু হচ্ছে। রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৯৩ জন।
তবে আশার আলো এই যে, সামান্য হলেও বেড়েছে সুস্থতার হার। গতকালের হিসেব অনুযায়ী রাজ্যে করোনামুক্ত হয়েছিলেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার ছিল ৮৬.৬৮ শতাংশ। আজকের হিসেবে ১ দিনে সুস্থ হয়েছেন ১৯,১৩১ জন এবং হার পৌঁছেছে ৮৬.৭৮ শতাংশ। বুলেটিন অনুযায়ী, সবমিলিয়ে রাজ্যে করোনা থেকে মুক্ত হয়েছেন ৯,৫০,০১৭ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -