হাওড়া: তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (পিকে) নিয়ে এবার বেসুরো শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি। বর্ষীয়ান রাজনীতিক জানিয়ে দিলেন, পিকের মতো ভাড়াটেদের এনে সফলতা পাওয়া যায় না।

দলের অস্বস্তি বাড়িয়ে পিকে-নিয়ে বেসুরো জটু লাহিড়ি। শনিবার তিনি বলেন, ‘পিকের মতো ভাড়াটে দিয়ে সফলতা পাওয়া যায় না।’ যা পিকে-কে নিয়ে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলকে ফের প্রকাশ্যে এনে ফেলল।

দলের মধ্যেই একের পর এক সমস্যায় জেরবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই অস্বস্তি প্রবল থেকে প্রবলতর হচ্ছে রাজ্যের শাসক দলের। শুক্রবার একদিনে জোড়া ধাক্কা খেতে হয়েছে। মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী।

আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পাল্টা ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও। শনিবার মালদার তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বৈঠকে কয়েকজন নেতা-নেত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।