নয়াদিল্লি: মোবাইল গেম পাবজি নতুন নামে ভারতে ফিরতে চলেছে বলে অতি সম্প্রতি জানা গিয়েছিল। কিন্তু পাবজিকে ভারতে কাজ শুরু করার অনুমতি এখনও দেওয়া হয়নি বলে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর। সংবাদমাধ্যমকে ওই সূত্র জানিয়েছে, ওই কর্পোরেশন বা নতুন কোনও সংস্থাকে ভারতের অপারেশন শুরুর কোনও অনুমতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ইউবিজি মোবাইল সহ অন্যান্য চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়েছিল। সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে সেই অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।


মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ’’ ভারতে কোনও নিষিদ্ধ কোম্পানি নতুন কোনও সংস্থা তৈরি করে এলেই যে কাজ শুরু হবে, তা কিন্তু নয়। সেটা টিক টক বা যে কোনও সংস্থা করতে পারে। কিন্তু ভারতের বাজারে ফিরতে হলে তাদের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অনুমতি লাগবে।‘‘
ফলে পাবজি মোবাইল ইন্ডিয়া নামে কর্পোরেট বিষয়ক মন্ত্রকে নথিভুক্ত হলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছে কেন্দ্র। কোম্পানির যে কর্পোরেট আইডেনটিটি নম্বর রয়েছে তাতেও স্পষ্ট যে, দেশীয় বাজারে আধিপত্য দখলে শুধু এই কোম্পানি মরিয়া তাই নয়, দেশের নিয়মগুলি মেনে চলতে রাজি আছে কোম্পানি।
সূ্ত্রের খবর, এক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে তাদের ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকবে। তবেই দেশীয় বাজারে ব্যবসা শুরুর ছাড়পত্র পাওয়ার পথে একধাপ এগোতে পারে এই মোবাইল গেম। মাইক্রোসফট অ্যাজুরের সঙ্গে গাঁটছড়া বেঁধে পাবজি ভারতে ফিরতে পারে বলে এর আগে একাধিকবার খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু এখনও সে সম্পর্কে কিছু স্পষ্ট করে জানা যায়নি।