West Bengal News Live: ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে ঝোড়ো হাওয়া-বৃষ্টিতে দুর্যোগ বাড়বে বাংলায়
Get the latest West Bengal News and Live Updates: ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না পড়লেও, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে।
প্রয়াত শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী। বয়স হয়েছিল ৬৭ বছর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শনিবার বিকেল ৪.৫২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এই প্রাক্তন অধ্যাপক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন ডিরেক্টর জেনারেলও ছিলেন স্বপন চক্রবর্তী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পাদক ও কিউরেটরের দায়িত্ব সামলেছেন। কয়েক দিন আগে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হন তিনি। আমৃত্যু সেই পদে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ভবানীপুরের ২২২ নম্বর পার্ট নম্বরের ভোটার প্রশান্ত কিশোর। সেন্ট হেলেন স্কুলের ভোটকেন্দ্রে প্রশান্ত কিশোরের নাম। জানুয়ারি-মে মাসের মধ্যে ভোটার তালিকায় নাম ওঠে পিকে-র
বিজেপি শাসিত অসমে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি চালানোর ঘটনায়, এবার মানবাধিকার কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দেশে যা হচ্ছে, পরশু অসমে উচ্ছেদ নিয়ে কি অমানবিক কাণ্ড হল..কোথায় মানবাধিকার কমিশন?...বাংলায় কিছু হয় না, তাও পাঠিয়ে দেয়, আর অসমে যখন কাউকে মারা হয়, মৃতদেহের উপর নাচে, মানবাধিকার কমিশন কোথায় যায়?" পাল্টা, আক্রমণ করেছে বিজেপিও। প্রসঙ্গত, অসমকাণ্ডে, CBI তদন্তের নির্দেশ দিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার।
জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আনা হয়। চিকিত্সার সুযোগই মেলেনি বলে দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের। এই নিয়ে মালদা জেলায় ৯ দিনে ৯ শিশুর মৃত্যু হল।
জঙ্গলের বুকে ফের গণ্ডারের জীবন সঙ্কট! জলপাইগুড়ির গোরুমারা অভয়ারণ্য এলাকায় তিন জন সন্দেহভাজনের দেখা মিলেছে বলে বলে দাবি বন দফতরের। কড়া নজরদারির চাদরে মুড়ে ফেলা হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকাকে। তিন সন্দেহভাজনের দেখা মিলতেই, এখন আরও কড়া নজরদারি শুরু হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকায়।
মালদায় ২২ বছরের তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধানের জমি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। জানা গিয়েছে মৃত ওই তরুণীর নাম চন্দনা মন্ডল। গাজোল থানার একলাখী ৫ কলম গ্রামের ঘটনা। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ভবানীপুরই মুখ্যমন্ত্রী নির্বাচন করে, এটা ভবানীপুরবাসীর কাছে গর্বের বিষয়। ভোট প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর মানেই ভোটে হার, পাল্টা শুভেন্দু।
দুর্যোগের পূর্বাভাস, ছুটি বাতিল রাজ্য সরকারি কর্মীদের। ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল। নবান্ন থেকে জারি করা হল নির্দেশিকা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরেই তৈরি হবে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ হিসেবে সেটি আছড়ে পড়বে বাংলায়। সূত্রের খবর, আগামীকাল বিকেলে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব। ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না পড়লেও, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে।
২ অক্টোবর মমতার রোম যাওয়ায় অনুমতি দিল না কেন্দ্র। মুখ্যমন্ত্রীর জন্য যাওয়া ঠিক নয় বলে আমাদের বাধা, কীভাবে কোভ্যাকসিন নিয়েও আমেরিকায় প্রধানমন্ত্রী? ২ অক্টোবর রোম যাওয়ার অনুমতি না দেওয়ায় কেন্দ্রকে আক্রমণে মমতা।
চিদম্বরম ছাড়া কংগ্রেসের বড় নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কোনও তদন্ত করেনি, গতকাল এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা বা বালি পাচার করলে, টাকা নিলে তবে তো তদন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় এসব শিখিয়েছেন বলেই, ওঁদের দলের বিরুদ্ধে চলছে তদন্ত, পাল্টা কটাক্ষ অধীরের।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জেড ক্যাটিগরির সুরক্ষা দেওয়া হল। সুকান্ত মজুমদারের সুরক্ষায় সিআইএসএফের ৩৫জন জওয়ান। এর আগে দিলীপ ঘোষের জন্য ছিল ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা।
নন্দীগ্রামে হেরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে ফিরে এসেছেন ভবানীপুরে। কটাক্ষ স্মৃতি ইরানির।ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন স্মৃতি ইরানি। এরপর কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে নিয়ে প্রচারে নামবেন কেন্দ্রীয় মন্ত্রী।
করোনা আবহে ডেঙ্গি-ম্যালেরিয়া-সহ মশাবাহিত রোগ নিয়ে রাজ্যজুড়ে উদ্বেগের ছবি। জেলাভিত্তিক এন্টোমোলজিক্যাল সার্ভে রিপোর্টে তৈরি হয়েছে শঙ্কা। ডেঙ্গি-ম্যালেরিয়া-সহ মশাবাহিত রোগ নিয়ে ৮ জেলার ৮ পুরসভাকে সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই পুরসভাগুলি হল, রিষড়া, বরানগর, বজবজ, হাওড়া, আসানসোল, সাঁইথিয়া, বাঁকুড়া ও শিলিগুড়ি। রিপোর্টে উল্লেখ, এর মধ্যে রিষড়া পুর-এলাকায় গত ৪ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৯ জন। ৫টি পুরসভায় বিভিন্ন বাড়িতে মিলেছে মশার লার্ভা। ৬টি পুরসভার ৫০ শতাংশ নর্দমা ও ৮টি পুরসভায় ১০০ শতাংশ খালে মশার লার্ভা মিলেছে। মশাবাহিত রোগ ছড়াচ্ছে বাংলার গ্রামাঞ্চলেও।
এখনও জল জমে আছে নয়াবাদের কিছু জায়গায়। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে তাই বাসিন্দাদের মধ্যে আশঙ্কার মেঘ। প্রশাসনের তরফে চলছে নিরাপদ জায়গায় সকলকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি।
অসমের দারাং জেলায় গুলি চলার প্রতিবাদ কলকাতায়। রাসেল স্ট্রিটে অসম ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
মুখ্যমন্ত্রীর রোম সফরের অনুমতি দিল না বিদেশমন্ত্রক।একটি সংগঠনের আমন্ত্রণে ৬ অক্টোবর রোম সফরে যাওয়ার কথা ছিল তাঁর। এর আগে শিকাগো সফরে যেতেও মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নবান্ন
দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে গভীর নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে।পূর্বাভাস আবহাওয়া দফতরের। সূত্রের খবর, আগামীকাল বিকেলে এই ঘূর্ণিঝড় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে। এর জেরে রাজ্যেও ফের বৃষ্টি শুরু হবে। আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। কাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। এর পরিপ্রেক্ষিতে দিঘা উপকূলেও জারি হয়েছে সতর্কতা। বিভিন্ন থানার তরফে উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। মত্স্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমস্ত ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
ভাঙড়ে জল নিকাশি নিয়ে বিবাদের জেরে গুলি-বোমাবাজির ঘটনায় তৃণমূল নেতা-সহ ৬ জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মান্যবর মণ্ডল। বৃহস্পতিবার, চিলেতলা ও বানিয়াড়া, পাশাপাশি দুই গ্রামের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। অভিযোগ, এরপরই আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে এলাকায় তাণ্ডব চালায় বানিয়াড়ার বাসিন্দারা। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
প্রোমোটিং সিন্ডিকেটের দাপটে পুকুর বুজিয়ে বহুতল হয়েছে। ফলে নিকাশি বেহাল।জমা জলে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটছে। ত্রিফলা আলোর স্তম্ভ যমদূত হয়ে দেখা দিয়েছে। শহরে জল জমা ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।
গভীর নিম্নচাপ আজ সন্ধের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে।ইতিমধ্যে জেলা প্রশাসন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মাইকিং করে প্রচার শুরু করে দিয়েছে।আজ সকালে ঝরখালী কোস্টাল থানার পক্ষ থেকে মৎস্যজীবী থেকে সাধারণ মানুষকে মাইকিং করে সাবধান করা হচ্ছে।পাশাপাশি গোসাবা ব্লকের গোসাবা,ছোট মোল্লাখালী, কচুখালীতে গোসাবা ব্লক প্রশাসনের উদ্যোগে প্রচার শুরু হয়েছে।
পারিবারিক বিবাদে কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল বাঁকুড়ার শালতোড়া থানার পুলিশ। মৃতের নাম ছায়া বাউড়ি। পরিবার সূত্রে খবর, ১৫ বছর আগে বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, গতকাল বচসা চলাকালীন স্ত্রীকে কুড়ুল দিয়ে কোপাতে শুরু করেন স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর তেত্রিশের গৃহবধূর।
কালনায় যুবক খুনের ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, মোকশেদ শেখের স্ত্রী মানোয়ারা বিবির সঙ্গে মোকশেদের বন্ধু মানিক মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পথের কাঁটা স্বামীকে সরাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুনের ব্লু প্রিন্ট তৈরি করেন মানোয়ারা। পুলিশ সূত্রে খবর, খুনের দিন মানোয়ারাই স্বামীকে তাঁর প্রেমিক মানিক মণ্ডলের সঙ্গে যেতে বাধ্য করেন। এননকি গাড়িতে যাওয়ার সময় সন্দেহ এড়াতে কী করণীয় তা নিয়ে প্রেমিককে নির্দেশ দেন মানোয়ারা। খুনের পর প্রেমিককে মোবাইলে ফোন করে জখম সাজার নাটকও করতে বলেন তিনি, এমনটাই দাবি তদন্তকারীদের। বন্ধুকে খুনের পর, তাঁর স্ত্রীর কথা শুনে সেইভাবেই নাটক সাজিয়েছিল প্রেমিক মানিক মণ্ডল। কিন্তু শেষপর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলে।
এক দুর্যোগ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা। যা ভাবনা বাড়িয়েছে নিউটাউনের সাপুরজি আবাসনের বাসিন্দাদের। পাঁচদিন আগে ভারী বৃষ্টি হয়েছে। এখনও আবাসন চত্বর জলমগ্ন। লিফট চালু না থাকায় নামতে পারছেন না বহুতলের বাসিন্দারা। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফের সপ্তাহান্তে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকায় সিঁদুরে মেঘ দেখছেন সাপুরজি আবাসনের বাসিন্দারা।
জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচমাসের গৌর মণ্ডলের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায়। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ওই শিশু। গতকাল মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। কাল রাতেই মৃত্যু হয় শিশুর।
মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পচা মাংসের সংস্কৃতিও তাঁদেরই আমদানি। কলকাতার মানুষকে ভাগাড়ের মাংস খাইয়েছেন। নিজে ঢিল মেরেছেন এখন তো পাটকেল খেতেই হবে। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের
আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করায় তত্পর লালবাজার। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। দলে থাকছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও CESC-র প্রতিনিধিরা। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। কলকাতা পুলিশের তরফে নোডাল অফিসারের দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। থাকছেন অন্য পুলিশ আধিকারিকরাও।
আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করায় তত্পর লালবাজার। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। দলে থাকছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও CESC-র প্রতিনিধিরা। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। কলকাতা পুলিশের তরফে নোডাল অফিসারের দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। থাকছেন অন্য পুলিশ আধিকারিকরাও।
আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করায় তত্পর লালবাজার। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। দলে থাকছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও CESC-র প্রতিনিধিরা। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। কলকাতা পুলিশের তরফে নোডাল অফিসারের দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। থাকছেন অন্য পুলিশ আধিকারিকরাও।
দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে গভীর নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে।পূর্বাভাস আবহাওয়া দফতরের। সূত্রের খবর, আগামীকাল বিকেলে এই ঘূর্ণিঝড় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে। এর জেরে রাজ্যেও ফের বৃষ্টি শুরু হবে। আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। কাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।
ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন দিলীপ ঘোষ। পদ্মপুকুরে চায়ের আসরেও চলে জনসংযোগ। এরপর বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ ও লিফলেট বিলি করেন দিলীপ ঘোষ।
ভবানীপুর উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জোরকদমে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম। শনিবার সকালেও চেতলায় নিজের এলাকায় অলিগলিতে ঘুরে চলে প্রচার। বাড়ি বাড়ি ঘুরে লিফলেটও বিলি করেন মন্ত্রী।
ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন স্মৃতি ইরানি। এরপর কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডের বকুলবাগানে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে প্রচার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে ভবানীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করেন আরেক কেন্দ্রীয় হরদীপ সিং পুরী ও বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র।
ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন স্মৃতি ইরানি। এরপর কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে নিয়ে প্রচারে নামবেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে ভবানীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করেন আরেক কেন্দ্রীয় হরদীপ সিং পুরী ও বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র।>
ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। জোড়া নিম্নচাপের প্রভাব। রবিবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। অতি বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর জেরে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। অতি বৃষ্টিতে নদীগুলির জলস্তর বাড়ায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলেও জল জমার সম্ভাবনা। আজ থেকে বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টির মধ্যেই ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ।মশাবাহিত রোগ নিয়ে জেলাভিত্তিক সমীক্ষায় উদ্বেগের ছবি।৮ জেলার ৮ পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর।রিষড়া, আসানসোল, বজবজ, বাঁকুড়া, শিলিগুড়িতে উদ্বেগের ছবি।উদ্বেগের ছবি সাঁইথিয়া, হাওড়া, বরানগরেও
জোড়াসাঁকোয় কারখানায় আগুন। গতকাল রাতে দুটো নাগাদ আগুন লাগে।ঘটনাস্থলে যায় দমকলের ৭ইঞ্জিন।ভোরবেলা আগুন নিয়ন্ত্রণে আসে।কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ দমকলের।
গত তিনদিনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে এই খবর মিলেছে। করোনা আবহে বীরভূমেও শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে। বোলপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, গত দুসপ্তাহে প্রায় ১৬০ জন শিশু জ্বর, সর্দি আর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছে।
উত্তরবঙ্গে ক্রমেই বাড়ছে অসুস্থ শিশুদের সংখ্যা। গত ৩ দিনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আরও ৩ শিশুর মৃত্যু। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ৩ শিশুই জ্বর নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়ায় চিকিৎসার সুযোগ মেলেনি।
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই নেতাকর্মীরা। কোচবিহারের টাকাগাছ রাজারহাট গ্রামপঞ্চায়েতের ঘটনা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রধানের পাল্টা দাবি, দলেরই কিছু নেতা তাঁকে কাজ করতে দিচ্ছেন না।
প্রেক্ষাপট
কলকাতা: ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাজ্য প্রশাসন।ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছে মাছ ধরার ট্রলার। কাকদ্বীপ, নামখানা, সাগর,পাথরপ্রতিমা, রায়দিঘি, গোসাবা, কুলতলি, ক্যানিং, বাসন্তী-সহ বন্দর এলাকায় পুলিশ, মৎস্য দফতর ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভবানীপুর উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। কমিশনের হলফনামায় ত্রুটি। আদালতের তোলা প্রশ্নের জবাব না থাকায় ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
বিজেপি নেতার দেহ নিয়ে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। পাল্টা শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুলিশের ডিসি সাউথের বিরুদ্ধে কমিশনে চিঠি বিজেপির।
রায়গঞ্জের বিজেপি বিধায়ককে নিয়ে ফের জল্পনা। রয়েছেন কলকাতায়। খোলা হল বিজেপি বিধায়কের কার্যালয়ের বোর্ড। সরেছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। খারাপ বোর্ড, তাই খোলা হয়েছে, পাল্টা কৃষ্ণ কল্যাণী।
দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বালিকার মৃত্যু। আইনি পদক্ষেপের ভাবনা পরিবারের। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত, অর্জুনের। রেকর্ড বৃষ্টিতে জমছে জল। বিদ্যুতের খুঁটিতে হাত নয়, সতর্কবার্তা মমতার।
অসমে পুলিশ পিটিয়ে মারছে, বাংলায় মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আক্রমণ মমতার। রাষ্ট্রীয় মদতে পুলিশি সন্ত্রাস, অভিযোগ বৃন্দা কারাটের। দায়ী কংগ্রেসের নীতি, পাল্টা বিজেপি।
পিএম কেয়ার্স ফান্ড সরকারি তহবিল নয়। অর্থ জমা পড়ে না সরকারি কোষাগারে, দিল্লি আদালতে জানাল পিএমও। চিফ মিনিস্টার ফান্ডের অডিট হলে, পিএম কেয়ার্স ফান্ডে নয় কেন ? প্রশ্ন মমতার।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের সাড়ে সাতশো ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ৭৪৪, মৃত ১৩ জন। সংক্রমণ ঊর্ধ্বমুখী কলকাতা, উত্তর ২৪ পরগনায়।
নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। কাল পূর্ব মেদিনীপুর, সোমবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, মঙ্গলবার কলকাতা, হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -