ট্রেন্ডিং

মেমারিতে বাবা-মাকে খুনের পর, সন্ধেয় বনগাঁয় এসে হামলার অভিযোগ, এলোপাথাড়ি কোপে জখম ৪ জন

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ED-র হাতে এল সাড়ে ৩০০ পাসপোর্টের তথ্য

বর্ষা এলেই শুরু হয় বাঁধের ভাঙন,দুর্যোগের আশঙ্কায় নামখানা ব্লকের বিভিন্নএলাকার বাসিন্দারা

অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে জনসভা করবেন তিনি

দুর্নীতি আর অদক্ষ প্রশাসনে ক্লান্ত বাংলার মানুষ। বঙ্গ সফরের আগে আক্রমণে প্রধানমন্ত্রী
রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, দেখা করতে চেয়ে প্রশাসনের সর্বস্তরে যোগাযোগ করেছেন চাকরিহারারা
দেশদ্রোহীদের গুলি করে মারতে বলার মধ্যে অন্যায় কী আছে? দাবি বিজেপি সাংসদ রমেশ বিধুরীর
দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছিল শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ।
Continues below advertisement

ফাইল ছবি
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিনেই ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। তিনি বলেন, ‘দেশদ্রোহীদের গুলি করে মারতে বলার মধ্যে অন্যায় কী আছে? এই ধরনের লোকজনকে কি বিচারের পর ফাঁসি দেওয়া হয় না?’
এই বিজেপি সাংসদ আরও বলেন, ‘ভোটের দু’মাস আগে অরবিন্দ কেজরীবাল ঘোষণা করেন, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ক্ষেত্রে টাকা দিতে হবে না। গরিব মানুষের উপর এই ঘোষণার প্রভাব পড়েছে। যদি বিজেপি কর্মীরা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে বিজেপি-র ফল ভাল হবে। কিন্তু বিজেপি কর্মীরা যদি কেন্দ্রীয় প্রকল্পগুলি তৃণমূল স্তরে পৌঁছে দিতে না পারেন, তাহলে কেজরীবাল সরকার ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণার ফল পাবে।’
দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছিল শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ। বিজেপি-র একাধিক নেতা শাহিনবাগের আন্দোলনকারীদের দেশদ্রোহী বলে দাবি করেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের জনসভা থেকে আন্দোলনকারীদের গুলি করে মারার স্লোগান ওঠে। এই স্লোগান ঘিরে শুরু হয় বিতর্ক। আজ ফের সেই বিতর্ক উস্কে দিলেন বিধুরী।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে