নয়াদিল্লি: আপনি কি হোয়াটসঅ্যাপে কথোপকথনে অভ্যস্ত? হোয়াটসঅ্যাপ ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগে? তাহলে জেনে নিন, আগামী বছর থেকে আপনার ফোনে এই অ্যাপ আদৌ ব্যবহার করা যাবে না। বেশ কিছু মডেলের ফোনে আর সাপোর্ট করবে না এই অ্যাপ।
তার মধ্যে আছে --
. নোকিয়া এস৪০ প্ল্যাটফর্ম
. ইতিমধ্যেই এই অ্যার কাজ করছে মা নোকিয়ার সিমবিয়ান এস৬০ ফোনে। ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০, উইনডোজ ফোন ৮.০ ও এর আগের ভার্সনগুলিতে কাজ করছে না হোয়াটসঅ্যাপ।
. ২০২০র ১ ফেব্রুয়ারি থেকে অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭-এ আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। তার থেকে পুরনো ভার্সনেও নয়। আইফোন ৭ বা তার পুরনো ভার্সনেও কাজ করবে না অ্যাপটি।
. ২০১৮র ৩১ ডিসেম্বর থেকে নোকিয়া এস৪০ ফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।
এছাড়াও নিম্নে উল্লিখিত ফোনগুলিতে হোয়াটঅ্যাপ কাজ করবে না।
-নোকিয়া আশা সিরিজের যে ফোনগুলি এস৪০ অপারেটিং সিস্টেমে কাজ করে সেগুলিতেও সাপোর্ট করবে না অ্যাপটি।
- এছাড়াও নোকিয়া ২০৬, নোকিয়া ২০৮, নোকিয়া ৩০১, নোকিয়া ৫১৫, নোকিয়া সি থ্রি ০১, নোকিয়া এক্স টু ০১, নোকিয়া এক্স থ্রি ০২, নোকিয়া এক্স থ্রি – ২.৫
জেনে নিন, কোন কোন ফোনে ২০২০ থেকে কাজ করবে না হোয়াটসঅ্যাপ?
Web Desk, ABP Ananda
Updated at:
12 Dec 2019 12:30 PM (IST)
আপনি কি হোয়াটসঅ্যাপে কথোপকথনে অভ্যস্ত? হোয়াটসঅ্যাপ ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগে? তাহলে জেনে নিন, আগামী বছর থেকে আপনার ফোনে এই অ্যাপ আদৌ ব্যবহার করা যাবে না।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -