নয়াদিল্লি: সারা বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।  সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতাও। করোনায় এখনও পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১৭ লক্ষ ৬৩ হাজার ৭১৪ জনের। আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭ লক্ষ ২৪ হাজার ১৭০ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৬ লক্ষ ৩৯ হাজার ৬০২ জন।


বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭ হাজার ১৭৩। একদিনে সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ৪৩ হাজার ৩০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৯১১।

এই পরিস্থিতিতে করোনা নিয়ে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়িয়ে পড়া রোখার লক্ষ্যে একটি মোবাইল অ্যাপ চালু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞদের দেওয়া তথ্য, করোনার বিষয়ে সাম্প্রতিক খবর এবং বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত খবর পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

এর আগে এ বছরের শুরুতেও করোনা সংক্রান্ত খবর দেওয়ার জন্য এই ধরনের একটি অ্যাপ চালু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.৪ ডিভাইসে পাওয়া যাচ্ছে এই অ্যাপ। বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এই অ্যাপ তৈরিতে সাহায্য করেন। এবার আরও একটি অ্যাপ তৈরি করা হল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের উপসর্গ এবং কীভাবে নিজেদের ও সমাজকে কীভাবে সংক্রমণমুক্ত রাখা যাবে, সে বিষয়ে তথ্য পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের সহযোগী সংস্থাগুলির কাছ থেকে করোনা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্যও এই অ্যাপে নাম নভিভুক্ত করতে পারেন ব্যবহারকারীরা। অতিমারীর সময় কীভাবে সুস্থ থাকা যাবে, সে বিষয়ে বিভিন্ন উপায়ের কথাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। বিভিন্ন ভৌগলিক অঞ্চলের তথ্য যাতে এই অ্যাপে পাওয়া যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। এর ফলে বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, ব্যবহারকারীরা তাঁদের অবস্থানের কথা জানালেই করোনা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, এই নতুন অ্যাপ এখন শুধু নাইজেরিয়াতেই পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশগুলিতেও এই অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যে দেশগুলিতে ইংরাজি ভাষা প্রচলিত, সেই দেশগুলিতে এই অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা সংক্রমণের শুরু থেকেই বিশ্বজুড়ে পরস্পর-বিরোধী তথ্য ছড়িয়ে পড়ছে। ফলে মানুষ বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়ছেন। এর ফলে এই রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই এই অ্যাপ চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষের কাছে প্রামাণ্য তথ্য পৌঁছে দেওয়াই এই অ্যাপের নির্মাতাদের লক্ষ্য।এর ফলে মানুষ উপকৃত হবেন বলেই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকদের।