নয়াদিল্লি: ভারতে গাড়ি বিক্রি কমছে না বলে দাবি করলেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ মস্ত। তাঁর মন্তব্য, ‘দেশ ও সরকারের বদনাম করার জন্যই লোকজন বলছে গাড়ি বিক্রি কমছে। গাড়ি বিক্রি যদি কমে যায়, তাহলে রাস্তায় এত যানজট হচ্ছে কেন?’

আজ লোকসভায় কৃষি বিষয়ক বিতর্কের সময় এই মন্তব্য করেন বীরেন্দ্র। তাঁর দাবি, অটোমোবাইল শিল্পে মন্দা নেই। তবে এই দাবির স্বপক্ষে তিনি যে যুক্তি পেশ করেছেন, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনই স্বীকার করেছেন, দেশের আর্থিক বৃদ্ধির হার কমেছে। গাড়ি সংস্থাগুলি জানিয়েছে, মন্দা তৈরি হয়েছে। দেশজুড়ে গাড়ি বিক্রি কমেছে। কিন্তু বালিয়ার বিজেপি সাংসদ সে কথা মানতে নারাজ।