নয়াদিল্লি: রামমন্দির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে কেন্দ্রের মোদি সরকারকে চাঁচাছোলা ভাষায় তোপ দাগল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তারা মন্দির প্রশ্নে বিজেপি-এনডিএ সরকারের ভূমিকায় চরম হতাশা প্রকাশ করে বলেছে, এদের আমলে মন্দির নির্মাণ শুরুর ব্যাপারে আর কোনও আশা দেখা যাচ্ছে না। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে মন্দির তৈরির কথা থাকলে তাদের সমর্থনের কথা ভাবব আমরা।
পরিষদের অস্থায়ী সভাপতি অলোক কুমার একথা জানিয়ে মন্তব্য করেন, একটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার জন্য যেমন ৯ মাস অপেক্ষা করতে হয়, তেমনই অযোধ্যার মানুষও রামমন্দিরের জন্য ২০২৫ পর্যন্ত অপেক্ষা করতে রাজি।
কংগ্রেসের কর্মসূচিতে কেন রামমন্দির নেই, প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, কংগ্রেস তাদের কর্মসূচিতে রামমন্দির ইস্যু রাখলে ওদের সমর্থনের কথা ভেবে দেখতে পারি।
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত সম্প্রতি বলেন, রামমন্দির নির্মাণ শুরু হতে পারে একমাত্র কংগ্রেস ক্ষমতায় এলেই। বিজেপি রামমন্দির ইস্যুকে স্রেফ রাজনৈতিক এজেন্ডায় পর্যবসিত করেছে। বিজেপি পাপীদের দল, যাদের পাপের শেষ নেই। কিন্তু আমরা নৈতিকতা, সংবিধানে বিশ্বাস করি। নিশ্চিত ভাবেই কেন্দ্রে কংগ্রেসের সরকার হলেই অযোধ্যায় রামমন্দির হতে পারে।
যদিও সরকারি ভাবে কংগ্রেস বারবার বলেছে, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। সেটাই এই ইস্যুর একমাত্র সমাধান। মোদি সরকারও সঙ্ঘ পরিবারের অর্ডিন্যান্স আনার দাবি খারিজ করে বলেছে, সুপ্রিম কোর্টের রায়ের পরই সমাধান হতে পারে।
অযোধ্যা ইস্যু বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। ২৯ জানুয়ারি শুনানি করবে ৫ বিচারপতির বেঞ্চ। শুনানি শুরুতে দেরির জন্য অসন্তুষ্ট সঙ্ঘ পরিবারের শরিকরা।
নির্বাচনী ইস্তাহারে রামমন্দির প্রসঙ্গ রাখলে কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত ভিএইচপি-র, মোদি সরকারের ওপর প্রবল ক্ষোভ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jan 2019 03:00 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -