সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-র দ্বিতীয় মরসুম শুরু হয়েছে। প্রথম মরসুমের মতোই দ্বিতীয় মরসুমেও শুরু থেকেই কপিলের এই শো ব্যাপক জনপ্রিয় হয়েছে। প্রধানমন্ত্রীর রসবোধ প্রখর, দেখা করে বললেন কপিল শর্মা
Web Desk, ABP Ananda | 19 Jan 2019 09:57 PM (IST)
মুম্বই: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা সহ বলিউডের কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন এ আর রহমান, কর্ণ জোহর, আমির খান, জিতেন্দ্র, পুনম ধিলোঁ, ইমতিয়াজ আলি, কার্তিক আরিয়ান। আজ মুম্বইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে যান মোদি। সেখানেই চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হয় তাঁর। এরপর ট্যুইটারে কপিল লেখেন, ‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদিজি, আপনার সঙ্গে দেখা হয়ে এবং চলচ্চিত্র শিল্প ও দেশের বিষয়ে আপনার উন্নত ও অনুপ্রেরণামূলক ভাবনার কথা জেনে দারুণ লাগল। বলতেই হবে, আপনার রসবোধ প্রখর।’