কলকাতা: শীত এবছর বড়ই খেয়ালি। এই আছে, এই নেই। মাঝে মধ্যে উধাও হচ্ছে, আবার ফিরেও আসছে। তাপমাত্রার বেশ খানিকটা হেরফের হচ্ছে সপ্তাহের মধ্যেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, খেয়ালি শীত আবার ফিরছে স্বমহিমায়। সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা।
শুক্রবারের পর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
শীত যে আবার জাঁকিয়ে পড়তে চলেছে, তার আভাস মিলেছে বুধবারই । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। শীতের এই খেয়ালি আসা-যাওয়ার জন্যই কখনও অতিরিক্ত গরম পোশাক গায়ে চাপাতে হচ্ছে। আবার কখনও তা তুলে রাখতে হচ্ছে আলমারিতে। উত্তরবঙ্গে আবার ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দিল্লির তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এর জেরে ২২টি ট্রেন দেরিতে চলেছে। ৫টি বিমানের যাত্রাপথ বাতিল করতে হয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jan 2020 06:14 PM (IST)
শুক্রবারের পর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -