নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের ইতিহাসে বিচারপতির সংখ্যা সর্বোচ্চ ৩৪ হয়ে গেল। আজ নতুন চারজন শপথ নেওয়ায় শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বাড়ল। আজ বিচারপতি হিসেবে শপথ নিলেন কৃষ্ণ মুরারী, এস আর ভাট, ভি রামসুব্রহ্মণ্যম ও ঋষিকেশ রায়।

এ বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বিচারপতির সংখ্যা বাড়ানো এবং হাইকোর্টগুলির বিচারপতিদের অবসরের বয়স ৬৫ করার আর্জি জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এরপর ৩১ জুলাই কেন্দ্রীয় সরকার জানায়, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ করা হচ্ছে। ৭ অগাস্ট লোকসভায় পাশ হয় সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধন বিল ২০১৯। ১০ অগাস্ট এই বিলে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত বুধবার সুপ্রিম কোর্ট কলেজিয়াম নতুন চার বিচারপতি নিয়োগে সম্মতি জানায়। এরপর আজ শপথ নিলেন নয়া বিচারপতিরা।