মীরাট: এক দুষ্কৃতীকে সবক শেখালেন উত্তরপ্রদেশের মীরাটের এক মহিলা। গত কিছুদিন ধরেই ওই দুষ্কৃতী মহিলাকে উত্যক্ত করছিল। অভিযুক্ত যুবক ওই মহিলাকে অশ্লীল ভিডিও ও ছবি পাঠাত। এছাড়াও ফোনও করত। এভাবে দিনের পর দিন জ্বালাতনের শিকার হওয়ার পর ওই মহিলা অভিযুক্তকে সবক শেখানোর পরিকল্পনা করেন। তিনি ওই যুবককে দেখা করার জন্য ডেকে পাঠিয়ে পুলিশের হাতে তুলে দেন।
লিসাড়ী গেট থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার বাসিন্দা অভিযুক্ত কোনওভাবে ওই মহিলার মোবাইল নম্বর যোগাড় করে। জানা গেছে, গত দুই মাস ধরে অভিযুক্ত ওই নম্বরে ফোন করে অশ্লীল কথাবার্তা বলত এবং ভিডিও ও ছবি পাঠাত। এতে বিরক্ত হয়ে দেখা করার নামে ওই যুবককে ডেকে মারধর করেন ওই মহিলা। ওই যুবককে চপ্পল দিয়ে পেটালেন ওই মহিলা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত ওই মহিলার কাছে ক্ষমা চেয়েছে বলে জানা গেছে।
মোবাইলে অশালীন মেসেজ পাঠানোয় যুবককে ডেকে পাঠিয়ে চপ্পল দিয়ে পেটালেন মীরাটের মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 03:51 PM (IST)
এক দুষ্কৃতীকে সবক শেখালেন উত্তরপ্রদেশের মীরাটের এক মহিলা। গত কিছুদিন ধরেই ওই দুষ্কৃতী মহিলাকে উত্যক্ত করছিল। অভিযুক্ত যুবক ওই মহিলাকে অশ্লীল ভিডিও ও ছবি পাঠাত। এছাড়াও ফোনও করত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -