মেহসানা: থানার মধ্যে ইউনিফর্ম না পরা অবস্থায় হিন্দি গানের সঙ্গে নাচার অভিযোগে গুজরাতের এক মহিলা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। অর্পিতা চৌধুরী নামে লোকরক্ষক দলের ওই সদস্যার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।

এ বিষয়ে মেহসানার ডেপুটি পুলিশ সুপার মনজিতা বানজারা জানিয়েছেন, ‘গত শনিবার ওই ভিডিও তোলেন অর্পিতা চৌধুরী। তিনি ২০১৬ সালে লোকরক্ষক দলে যোগ দেন। ২০১৮ সালে তাঁকে মেহসানায় বদলি করা হয়। থানার মধ্যে কর্তব্যরত অবস্থায় ইউনিফর্ম না পরে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন। তাছাড়া তিনি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে সেটি ছড়িয়ে দিয়েছেন। পুলিশকর্মীদের শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত। কিন্তু তিনি সেই নিয়ম লঙ্ঘন করায় সাসপেন্ড হয়েছেন।’