শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের তাংধর সেক্টরে আজ ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। বিনা প্ররোচনায় গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছে। জখম দু’জন। গোলা-গুলিতে কিছু সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে। পুলিশ সূত্রে খবর, যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর নাম হামিদা ফতিমা।
জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করার লক্ষ্যে শনিবার থেকে তাংধর সীমান্তে গুলি চালাতে শুরু করে পাক সেনা। শনিবার পাক সেনার গুলিতে মৃত্যু হয় দুই সেনা জওয়ান ও এক সাধারণ নাগরিকের। জখম হন তিনজন। রবিবার সেনাপ্রধান বিপীন রাওয়াত জানান, সীমান্তের ওপারে তিনটি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরপর আজ ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা।
তাংধর সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক সেনার, হত মহিলা, জখম ২
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2019 06:59 PM (IST)
জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করার লক্ষ্যে শনিবার থেকে তাংধর সীমান্তে গুলি চালাতে শুরু করে পাক সেনা।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -