বারামতীতে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী এনসিপি-র অজিত পওয়ার, জামানত বাজেয়াপ্ত বিজেপি প্রার্থীর
Web Desk, ABP Ananda | 24 Oct 2019 04:53 PM (IST)
বারামতীকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল বিজেপি। খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ প্রচারে ঘোষণা করেছিলেন, অজিত পওয়ারকে আসনচ্যুত করার চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। কিন্তু বিন্দুমাত্র লড়াই করতে পারেননি তাঁদের প্রার্থী পদলকর।
মুম্বই: বারামতীতে জিতে গেলেন অজিত পওয়ার। বিজেপির নিকটতম গোপীচন্দ পদলকরকে হারিয়ে রেকর্ড ১ লক্ষ ৬০ হাজার ৯৬৫ ভোটে জিতেছেন এনসিপির এই নেতা। তিনি রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও। বিজেপি প্রার্থী, বাকি সকলেরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। বারামতী অজিতের শক্ত ঘাঁটি বরাবর। এই নিয়ে সপ্তমবার বিরাট জয় পেলেন তিনি। ২৫ বছর আগে বারামতী থেকে লোকসভা নির্বাচনেও জিতেছিলেন তিনি। অজিত পেয়েছেন ১ লক্ষ ৯০ হাজার ৩৬২টি ভোট। ধাঙ্গড় সম্প্রদায়ের নেতা পদলকরকে মনোনয়ন পেশের আগে টিকিট দিয়েছিল বিজেপি। তিনি পেয়েছেন মাত্র ২৯,৩৯৭টি ভোট। বারামতীকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল বিজেপি। খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ প্রচারে ঘোষণা করেছিলেন, অজিত পওয়ারকে আসনচ্যুত করার চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। কিন্তু বিন্দুমাত্র লড়াই করতে পারেননি তাঁদের প্রার্থী পদলকর। গোড়া থেকেই আত্মবিশ্বাসী ছিলেন অজিত, এতটাই যে তিনি বারামতীতে কার্যত ছিলেনই না, এনসিপি, কংগ্রেস ও বাকি জোট শরিক প্রার্থীদের হয়ে রাজ্যব্যাপী প্রচারে ব্যস্ত রেখেছিলেন নিজেকে। শুধু মনোনয়ন পেশের দিন ও ভোটপ্রচারের শেষদিন বারামতীতে দেখা গিয়েছিল তাঁকে। সেদিন তাঁর হয়ে প্রচারে ভাষণ দিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার, সুপ্রিয়া সুলেও। অজিতের গোটা প্রচার সামলেছেন তাঁর স্ত্রী ও দুই ছেলে। পদলকরের হয়ে প্রচারে নেমেছিলেন দেবেন্দ্র ফঢ়নবিশ, রাজ্য বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাতিল। সাংলি লোকসভা কেন্দ্রে বঞ্চিত বহুজন আঘাদি প্রার্থী হিসাবে পদলকর তিন লক্ষের ওপর ভোট পেয়েছিলেন। সেটা মাথায় রেখেই সম্ভবত তাঁকে টিকিট দিয়েছিল বিজেপি। ২০১৪-র থেকে ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন অজিত। প্রচারে বলেছিলেন, ২০১৪-র নির্বাচনে ৯০ হাজারের বেশি ব্যবধানে জিতেছিলাম। এবার ব্যবধান বেড়ে লাখ ছাড়িয়ে যাবে।