ঠানে স্টেশনে ট্রেনটি থামসে স্টেশন মাস্টার এক টাকার ক্লিনিকের কর্মীদের এই তরুণীর চিকিত্সার নির্দেশ দেন। ক্লিনিকের সিইও ডাক্তার রাহুল ঘুলে জানিয়েছেন, আমাদের কর্মীরা তত্ক্ষণাত ট্রেনটিতে যান। সন্তান প্রসবের প্রক্রিয়া তখন শুরু হয়ে গিয়েছে। রোগিনীকে সঙ্গে সঙ্গে ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও শিশু উভয়েই সুস্থ।
পরে তাঁদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।