আমদাবাদ: লকডাউনের মধ্যেই খুলেছে সেলুন। তবে নিজেদের ও ক্রেতাদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নিয়েছে গুজরাতের খেড়া জেলার নাদিয়াদ শহরের ওই সেলুনের কর্মীরা। তাঁরা পিপিই কিট পরেই চুল-দাড়ি কাটছেন। চুল কাটার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদেরও মাস্ক পরে থাকতে হচ্ছে। সেলুনে সামাজিক দূরত্বের বিধিও মেনে চলা হচ্ছে।


ওই সেলুনের মালিক বিশাল লিম্বাচিয়া জানিয়েছেন, ‘সরকার যে সতর্কতা নেওয়ার কথা বলেছে, আমরা সেটা মেনে চলছি। আমাদের কোনও কর্মী বা ক্রেতার যাতে করোনা ভাইরাস না হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’

শুধু চিকিৎসকরাই নন, সাফাইকর্মীরাও পিপিই কিট ব্যবহার করছেন। করোনা সংক্রমণ এড়ানোর জন্য পিপিই কিট ব্যবহারই সবচেয়ে সুরক্ষিত উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই কারণে সেলুনের কর্মীরাও ঝুঁকি নিতে নারাজ।