কলকাতা: ভিভো প্রকাশ্যে আনল Vivo V19 স্মার্টফোন। এটি কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ( Qualcomm Snapdragon 712 SoC ) সিস্টেম সহ ডুয়াল সেলফি ক্যামেরা ফোন। করোনা পরিস্থিতিতে এমনিতেই ভারতের বাজারে পোঁছতে দেরি হল ভিভোর এই ফোনের। এর দাম শুরু হচ্ছে ২৭,৯৯০ টাকা থেকে। ৮GB + ১২৮GB স্টোরেজের ফোনের দাম এটি।
এর আগে ফেব্রুয়ারিতে বাজারে আসে স্মার্ট ফোন পোকো এক্স টু ( Poco X2 ). এটিতেও আছে ডুয়াল সেলফি ক্যামেরা।

Vivo V19 বনাম Poco X2

দাম
ভিভোর ফোনটির দাম শুরু ২৭,৯৯০ টাকা ( ৮GB + ১২৮GB )থেকে। ৩১৯৯০ টাকা ( ৮GB + ২৫৬GB ) র জন্য।
অন্যদিকে পোকো এক্স টু-র দাম ১৫,৯৯০ টাকা ( ৬GB + ৬৪GB)। ১৬,৯৯৯ টাকা ( ৬GB + ১২৮GB) র জন্য। ১৯,৯৯৯ টাকা দাম ( ৮GB + ২৫৬GB) র জন্য। নানারকম রঙের অপশনও আছে।

ক্যামেরা
ভিভোর ফোনটির পিছন দিকে আছে ৪টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার। f/১.৭৯ অ্যাপার্চার। এছাড়া ম্যাক্রো আর বোকেহ অপারেশনের জন্য় আছে বিশেষ প্রযুক্তি। সেলফি তোলার জন্যও দুটি ক্যামেরা আছে। প্রাইমারিটি ৩২ মেগাপিক্সেলের। সঙ্গে ৮ মেগা পিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।
অন্যদিকে পোকো এক্সটু তেও পিছনের দিকে ৪টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের Sony IMX686 সেন্সর যুক্ত, সঙ্গে f/১.৮৯ লেন্স। ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। সেলফির জন্যও ২টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি ২০ মেগা পিক্সেলের।

ব্যাটারি
Vivo V19 ফোনটির ৪.,৫00mAh ব্যাটারি, সঙ্গে ৩৩ W FlashCharge ২.০। একই ক্ষমতা সম্পন্ন ব্যাটারি Poco X2 তে। সঙ্গে ২৭W চার্জিং সাপোর্ট।

আরও নানা আকর্ষণীয় প্রযুক্তি মিলবে এই দুই স্মার্ট ফোনে। এবার ঠিক করে ফেলুন, কোন স্মার্টফোনটি আপনার পছন্দের?