কলকাতা: ভিভো প্রকাশ্যে আনল Vivo V19 স্মার্টফোন। এটি কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ( Qualcomm Snapdragon 712 SoC ) সিস্টেম সহ ডুয়াল সেলফি ক্যামেরা ফোন। করোনা পরিস্থিতিতে এমনিতেই ভারতের বাজারে পোঁছতে দেরি হল ভিভোর এই ফোনের। এর দাম শুরু হচ্ছে ২৭,৯৯০ টাকা থেকে। ৮GB + ১২৮GB স্টোরেজের ফোনের দাম এটি।
এর আগে ফেব্রুয়ারিতে বাজারে আসে স্মার্ট ফোন পোকো এক্স টু ( Poco X2 ). এটিতেও আছে ডুয়াল সেলফি ক্যামেরা।
Vivo V19 বনাম Poco X2
দাম
ভিভোর ফোনটির দাম শুরু ২৭,৯৯০ টাকা ( ৮GB + ১২৮GB )থেকে। ৩১৯৯০ টাকা ( ৮GB + ২৫৬GB ) র জন্য।
অন্যদিকে পোকো এক্স টু-র দাম ১৫,৯৯০ টাকা ( ৬GB + ৬৪GB)। ১৬,৯৯৯ টাকা ( ৬GB + ১২৮GB) র জন্য। ১৯,৯৯৯ টাকা দাম ( ৮GB + ২৫৬GB) র জন্য। নানারকম রঙের অপশনও আছে।
ক্যামেরা
ভিভোর ফোনটির পিছন দিকে আছে ৪টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার। f/১.৭৯ অ্যাপার্চার। এছাড়া ম্যাক্রো আর বোকেহ অপারেশনের জন্য় আছে বিশেষ প্রযুক্তি। সেলফি তোলার জন্যও দুটি ক্যামেরা আছে। প্রাইমারিটি ৩২ মেগাপিক্সেলের। সঙ্গে ৮ মেগা পিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।
অন্যদিকে পোকো এক্সটু তেও পিছনের দিকে ৪টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের Sony IMX686 সেন্সর যুক্ত, সঙ্গে f/১.৮৯ লেন্স। ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। সেলফির জন্যও ২টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি ২০ মেগা পিক্সেলের।
ব্যাটারি
Vivo V19 ফোনটির ৪.,৫00mAh ব্যাটারি, সঙ্গে ৩৩ W FlashCharge ২.০। একই ক্ষমতা সম্পন্ন ব্যাটারি Poco X2 তে। সঙ্গে ২৭W চার্জিং সাপোর্ট।
আরও নানা আকর্ষণীয় প্রযুক্তি মিলবে এই দুই স্মার্ট ফোনে। এবার ঠিক করে ফেলুন, কোন স্মার্টফোনটি আপনার পছন্দের?
Vivo V19 বনাম Poco X2...জোর টক্কর স্মার্টফোনের বাজারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2020 02:30 PM (IST)
আরও নানা আকর্ষণীয় প্রযুক্তি মিলবে এই দুই স্মার্ট ফোনে। এবার ঠিক করে ফেলুন, কোন স্মার্টফোনটি আপনার পছন্দের?
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -