নয়াদিল্লি: ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৯ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করল বিশ্ব ব্যাঙ্ক। চলতি বছরের প্রথম দুই ত্রৈমাসিকে অর্থনৈতিক পরিস্থিতির হাল-হকিকৎ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছোনো হয়েছে বলে জানানো হয়েছে বিশ্বব্যাঙ্কের তরফে।
২০১৮-১৯ রিপোর্টে ভারতের আর্থিক বৃদ্ধির হার ধার্য করা হয়েছিল ৬.৯ শতাংশে। রবিবার প্রকাশিত দক্ষিণ এশিয়া ইকনমিক ফোকাস রিপোর্ট অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে, ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৬ শতাংশ হারে। তবে, ২০২১ সালে তা বেড়ে হবে ৬.৯ শতাংশ এবং ২০২২ সালে তা দাঁড়াবে ৭.২ শতাংশে।
সম্প্রতি, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গে বৈঠক হতে চলেছে বিশ্বব্যাঙ্কের। তার আগে এই রিপোর্ট কিছুটা উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। রিপোর্ট অনুযায়ী, ভারতের আর্থিক বৃদ্ধির হার এই নিয়ে টানা দ্বিতীয়বার কমল। ২০১৭-১৮ সালে বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ। ২০১৮-১৯ সালে তা কমে দাঁড়ায় ৬.৮ শতাংশ।
উৎপাদন ও নির্মাণশিল্প গতি পাওয়ায় শিল্পোৎপাদনের হার বেড়ে হয়েছে ৬.৯ শতাংশ। কৃষিক্ষেত্র ও পরিষেবার বৃদ্ধির হার যথাক্রমে ২.৯ এবং ৭.৫ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী, সার্বিক মুদ্রাস্ফীতির হার ৩.৪ শতাংশ রয়েছে। যার ফলে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আরবিআই রেপো রেটে মোট ১৩৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, বাণিজ্যে ভারসাম্য বিঘ্নিত হওয়ার ফলে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের পরিমাণ গত বছরের ১.৮ শতাংশ থেকে বেড়ে এবছর ২.১ শতাংশে ঠেকেছে।