নয়াদিল্লি: অর্থনীতির হাল নিয়ে আশঙ্কা খারিজ করতে গিয়ে কেন্দ্র সরকারের কয়েকজন মন্ত্রী বিভিন্ন যুক্তির উল্লেখ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল কেন্দ্রীয় আইন, বিচার, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নামও। এবার দেশের আর্থিক হাল নিয়ে নয়া তত্ত্বের অবতারণা করলেন তিনি। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপির এই শীর্ষ নেতা অর্থনীতির হাল নিয়ে আশঙ্কা খারিজ করতে গিয়ে বলিউডের তিনটি ব্লকবাস্টার সিনেমার আয়ের কথা উল্লেখ করলেন। তিনি বললেন, গত ২ অক্টোবর তিনটি সিনেমার সম্মিলিত ব্যবসার পরিমাণ ছিল ১২০ কোটি টাকা। যা প্রমাণ দেয় যে, অর্থনীতির অবস্থা আদৌ বেহাল নয়।
মন্ত্রী প্রশ্ন করেন, সমালোচকরা যখন আর্থিক মন্দার কথা বলছেন, তখন এই তিনটি সিনেমা ১২০ টাকার ব্যবসা করল কীভাবে। তিনি বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ছিলাম। আমি সিনেমার অনুরাগী। সিনেমা দারুণ ব্যাবসা করছে। গত ২ অক্টোবর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এক ফিল্ম সমালোচক কোমল নাহাটা আমাকে বলেছেন যে, ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীর দিনে তিনটি সিনেমা ১২০ কোটি টাকা আয় করেছে।  অর্থনীতি একেবারে ঠিকঠাক থাকলেই তো একদিনে ১২০ কোটি টাকা আসে’।



উল্লেখ্য, গত জুন ত্রৈমাসিক ভারতের মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি)-র হার গত ছয় বছরে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। অর্থনীতির হাল নিয়ে কোনও বিজেপি নেতার এ ধরনের তত্ত্ব প্রথম নয়। গত মাসে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযুষ গয়াল বলেছিলেন, ভারতের পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নিয়ে হিসেব নিকেশ ও অঙ্ক কষার মাধ্যমে দেখলে হবে না। কারণ, অঙ্ক কষে আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। পরে অবশ্য গয়াল তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন এবং তাঁর বক্তব্যকে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলেও তিনি দাবি করেছিলেন।
এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্তব্যে বিতর্ক দানা বাঁধে। সম্প্রতি গাড়ি বিক্রিতে ভাঁটার জন্য তরুণ-প্রজন্মের ওলা-উবরের উপর নির্ভরতাকে দায়ী করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বিজেপির শীর্ষ নেতাদের এ ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছিল বিরোধীরা এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়। মুডিস ইনভেস্টর সার্ভিস চলতি সপ্তাহের গোড়ায় ২০১৯-২০ তে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস ৬.২ শতাংশ থেকে কমিয়ে করেছে ৫.৮ শতাংশ।
২০১৯-২০ সালে দেশের জিডিপি বৃদ্ধির হার ৬.১ শতাংশে পৌঁছবে বলে গত সপ্তাহেই আশা প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু মুডিস-এর পূর্বাভাস সেই আশায় জল ঢেলে দেয়।ভারতের জিডিপি বৃদ্ধির হার গত পাঁচটি ত্রৈমাসিকেই কমেছে এবং ২০১৮-র জানুয়ারি থেকে মার্চের ৮.১ শতাংশ থেকে চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিক তা ৫ শতাংশে নেমে আসে।