মুম্বই: চলছে লকডাউন। দীর্ঘদিন বাড়িবন্দিথেকে অনেকেই হাঁপিয়ে উঠেছেন। মন মেজাজও ভাল নেই অনেকেরই। জানেন কী, নাচ পারেএমনদিনেও আপনার শরীর মন তরতাজা রাখতে। নাচের মতো এক্সারসাইজ যে শুধু শরীরের জন্যভাল তাই নয়, মনকেও রাখে দারুণ ফুরফুরে।
আজ ইন্টারন্যাশনাল ডান্স ডে। নৃত্যশিল্পকে সম্মান জানানোর জন্য এই দিনটিকে বেছেনিয়েছে ইউনেসকোর শাখা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট।
মডার্ন ব্যালের স্রষ্টা জিন জর্জ নভারের জন্মদিন ২৯ এপ্রিল। তাঁকে শ্রদ্ধা জানিয়েইএই দিনটিকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে বেছে নেওয়া। এই দিনটিতে নৃত্যশিল্প ও তানিয়ে পড়াশুনায় উৎসাহ দেওয়া হয়ে থাকে। সারা বিশ্ব জুড়ে চলে নানারকমউৎসব-অনুষ্ঠান।
সারা বিশ্বের বিভিন্ন শহরকে বেছে নেয় আইটিআই। সেখানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।আমন্ত্রণ জানানো হয় নৃত্যশিল্পীদের।
প্রতিবছর আইটিআই-এর বিশেষ কমিটিই ঠিক করে কোথায় হবে আন্তর্জাতিক নৃত্যদিবসেরঅনুষ্ঠান। কে  কে হাজির থাকবে সেখানে।স্বনামধন্য নৃত্যশিল্পীরা ছাড়াও থাকেন, নৃত্য গবেষক, উপদেষ্টা, ছাত্র-ছাত্রীরা।২০১৭য় সাংহাইতে হয়ে ছিল এই উৎসব। ২০১৮য় হাভানায় হয় এই অনুষ্ঠান।
প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক নৃত্য দিবসের পোস্টে ভেসেছে সোশ্যাল মিডিয়া।যদিও এবার কোনও অনুষ্ঠান নয়। বাড়িতে থেকেই নাচের আনন্দ উদযাপন হবে এবার।