নয়াদিল্লি: ভারতের হয়ে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতে ইতিহাস গড়লেন হায়দরাবাদের নীলকান্ত ভানু প্রকাশ। ২১ বছরের এই তরুণকে ‘বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর’ আখ্যা দেওয়া হয়েছে।
লন্ডনে অনুষ্ঠিত হয় মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড। ১৫ অগাস্ট সেই প্রতিযোগিতাতেই মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নীলকান্ত। অনলাইন ইভেন্টে ভারতের মোট দুই প্রতিযোগী পদক পেয়েছেন। নীলকান্তর পাশাপাশি জুনিয়র ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন আরিয়ান শুক্ল।
নীলকান্ত জানিয়েছেন, মাত্র পাঁচ বছর বয়সে তিনি মাথায় মারাত্মক চোট পান। এর ফলে তাঁকে দীর্ঘদিন শয্যাশায়ী থাকতে হয়। এরপর নিজেকে সুস্থ এবং মানসিকভাবে তরতাজা রাখার জন্য তিনি মেন্টাল ম্যাথ ক্যালকুলেশন শুরু করেন। সেই শুরু। এরপর তিনি অঙ্কের প্রেমে পড়ে যান। এর ফলেই দুর্দান্ত সাফল্য এল। বিভিন্ন বয়সের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে তবেই তাঁকে এই প্রতিযোগিতায় সোনা জিততে হয়েছে।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নীলকান্ত জানিয়েছেন, ‘ভারতে সরকারি স্কুলে যে পড়ুয়ারা পড়ে, তাদের প্রতি চারজনের মধ্যে তিনজনেরই অঙ্ক বোঝার ক্ষেত্রে সমস্যা থাকে। অঙ্কভীতি এবং হতাশ হয়ে পড়ার কারণেই অনেকে পড়াশোনা ছেড়ে দেয়। আমি এটা দূর করতে চাই। ম্যাথ ল্যাব তৈরি করাই আমার লক্ষ্য।’
Fastest Human Calculator: মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা, ‘বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর’ হায়দরাবাদের নীলকান্ত ভানু প্রকাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Aug 2020 12:36 AM (IST)
লন্ডনে অনুষ্ঠিত হয় মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -