এই কিংবদন্তী সঙ্গীতশিল্পী ছাড়াও বলিউডের একাধিক তারকা গাছ কাটার বিষয়ে বৃহন্মুম্বই পুরসভার অনুমোদনের বিরোধিতা করেছেন। রবিবার অ্যারে বনভূমি অঞ্চলে মানববন্ধন করেন বহু ব্যক্তি। এই আন্দোলনে যোগ দিয়েছেন শ্রদ্ধা কপূর, দিয়া মির্জা, রবিনা ট্যান্ডন, রণদীপ হুডা, এষা গুপ্ত, কপিল শর্মারা। মুম্বইয়ে ২,৭০০ গাছ কেটে ফেললে বিপর্যয় হবে, সরকার জঙ্গল বাঁচানোর উদ্যোগ নিক, ট্যুইট লতা মঙ্গেশকরের
Web Desk, ABP Ananda | 04 Sep 2019 05:49 PM (IST)
এই কিংবদন্তী সঙ্গীতশিল্পী ছাড়াও বলিউডের একাধিক তারকা গাছ কাটার বিষয়ে বৃহন্মুম্বই পুরসভার অনুমোদনের বিরোধিতা করেছেন।
মুম্বই: মেট্রোর কারশেডের জন্য বৃহন্মুম্বই পুরসভা গোরেগাঁওয়ের অ্যারে কলোনিতে প্রায় ২,৭০০ গাছ কেটে ফেলার যে নির্দেশ দিয়েছে, তার তীব্র বিরোধিতা করলেন লতা মঙ্গেশকর। তাঁর ট্যুইট, ‘২,৭০০ গাছ কেটে ফেলে বহু প্রজাতির স্বাভাবিক বাসস্থানে অনুপ্রবেশ করলে বিপর্যয় হবে। আমি দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরোধিতা করছি। সরকারের কাছে আমার অনুরোধ, বিষয়টি দেখুন এবং জঙ্গল বাঁচান।’