Yaas Cyclone LIVE শক্তি কমেছে ইয়াসের, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা

Yaas Cyclone Live Updates in West Bengal: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 May 2021 11:08 PM

প্রেক্ষাপট

ক্রমশ এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৮৫ কিলোমিটার ও বালেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে রয়েছে। বেলা ১২টা নাগাদ ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে আছড়ে...More

Yaas Cyclone LIVE ইয়াসের শক্তিক্ষয়

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। যার ফলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ  থাকবে ৭০ থেকে ৯০ কিমি/ঘণ্টার কাছাকাছি। ইয়াস ঝাড়খণ্ডে ঢোকার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ৫৫-৭৫ কিমি/ঘণ্টা। তারপর ইয়াস গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরপর যাবে উত্তরপ্রদেশের দিকে।