নয়াদিল্লি: নগদের সঙ্কটে পড়া ইয়েস ব্যাঙ্কের বিপর্যয়ের পর সামগ্রিক ব্যাঙ্কিং ব্যবস্থায় সঙ্কট ঘনিয়ে আসছে কিনা, এমন আশঙ্কার মধ্যেই আসরে নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের অভয় দিয়েছেন, তাঁদের গচ্ছিত অর্থ সুরক্ষিত। সঙ্কট দ্রুত মেটাতে কাজ করছে রিজার্ভ ব্যাঙ্ক।
সাংবাদিকদের তিনি বলেন, আমি লাগাতার আরবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। কেন্দ্রীয় ব্যাঙ্ক পুরো বিষয়টি সম্পর্কে অবহিত এবং দ্রুত সমাধানসূত্র খুঁজে বের করার আশ্বাস দিয়েছে। প্রতিটি গ্রাহক, আমানতকারীকে ভরসা দিতে চাই যে, তাঁর টাকা সুরক্ষিত আছে, থাকবে। তিনি আরও বলেন, আরবিআই আমাকেও আশ্বস্ত করেছে যে, একজন আমানতকারীরও কোনও ক্ষতি হবে না।
আরবিআই গতকাল ইয়েস ব্যাঙ্ক মূলধন, নগদের ঘাটতিতে পড়ার প্রেক্ষিতে আমানতকারীরা, গ্রাহকরা আগামী এক মাসে প্রতি অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে। আজ নির্মলা সাফাই দেন, আমানতকারী,
ব্যাঙ্ক ও অর্থনীতির স্বার্থেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ব্যাঙ্কের পরিচালনাকারী বোর্ডকেও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।


আজ ইয়েস ব্যাঙ্কের সঙ্কটের ইস্যুতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশও বলেন, ওই ব্যাঙ্কের পুনরুজ্জীবনে স্কিম তৈরি করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
নির্মলা বলেন, ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা যাতে ৫০ হাজার টাকার ঊর্ধ্বসীমার মধ্যে টাকা তুলতে পারেন, তা সুনিশ্চিত করাই তাঁদের অগ্রাধিকার।
গতকাল আরবিআই বিপদগ্রস্ত ইয়েস ব্যাঙ্কের পরিচালনকারী বোর্ডকে টপকে ৩০ দিনের জন্য পরিচালনার ভার হাতে নেয়। তারা জানায়, ব্যাঙ্কের আর্থিক হালের মারাত্মক অবনতি হওয়ায় এই পদক্ষেপ। ব্যাঙ্কের ওপর গ্রাহকদের ভরসা দ্রুত ফেরাতেই এই ব্যবস্থা। ব্যাঙ্কের পুনর্গঠন বা সংযুক্তিকরণের লক্ষ্যে একটি স্কিম তৈরিও তাদের লক্ষ্য।