জানা গেছে, মথুরার রামন রেতি আশ্রমের সন্তদের যোগাভ্যাস নিয়ে বলছিলেন রামদেব। আর সবচেয়ে বড় কথা, হাতির পিঠে বসেই যোগাসন শেখাচ্ছিলেন তিনি। এই সময়ই নড়াচড়া করায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। কিন্তু নিজেকে চমত্কারভাবে সামলে নেন তিনি। জানা গেছে, এই ভিডিও সোমবারের।
সোমবার রামদেব মহাবন রামন রেতি-তে গুরু শরণানন্দ মহারাজের আশ্রমে সন্তদের যোগাসন শিখিয়েছিলেন তিনি। মঞ্জে গুরু শরণানন্দও যোগ দিয়েছিলেন।